ATK Mohun Bagan: মোহনবাগানের পতাকা কিংবা স্কাফ নিয়ে ঢোকা যাবে না ইডেনে, কিন্তু কেন?

পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) জার্সি পড়ে খেলতে নামার কথা ছিল লখনউ সুপারজায়ান্টসের। সেইমতো সবুজ-মেরুন জার্সি পড়ে…

ATK Mohun Bagan

পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) জার্সি পড়ে খেলতে নামার কথা ছিল লখনউ সুপারজায়ান্টসের। সেইমতো সবুজ-মেরুন জার্সি পড়ে মাঠে আসেন একাধিক মোহনবাগান সমর্থক।

সেখানেই দেখা দেয় বিপত্তি। ঘোষণা মতো আজ মার্কাস স্টোইনিস ও কুইন্টন ডি’ককরা নয়া জার্সি পড়ে মাঠে নামলেও সবুজ-মেরুন জার্সি পড়ে মাঠে ঢুকতে পারেননি বহু সমর্থকরা। শুনতে অবাক লাগলেও আদতে এমনটাই ঘটল আজ ইডেনে।

আসলে বাগান কর্নধারের এই নয়া পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে মিছিল করে ইডেনে প্রবেশ করার চেষ্টা করে বাগান সমর্থকদের একটি ফ্যান ক্লাব। সেই সময় ঢুকতে বাঁধা দেওয়া হয় তাদের সকলকে। জানিয়ে দেওয়া হয়, মোহনবাগানের লোগো দেওয়া জার্সি পড়ে গ্যালারিতে কোনো মতেই প্রবেশ করা যাবে না। এমনকি বাগানের পতাকা ও স্কাফ নিয়ে ও মাঠে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা। যা শুনে রীতিমতো হকচকিয়ে যায় প্রায় সকলেই।

মোহনবাগানের একটি ফ্যানস ক্লাবের অভিযোগ, বিশেষ করে ৯ ও ১৩ নম্বর গেট দিয়ে মোহনবাগানের জার্সি পরিহিত কোনো সমর্থকদের কেই মাঠে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তা কর্মীরা। সমর্থকদের মধ্যে একজনের কথায়, মোহনবাগানের পতাকা এবং স্কাফ গেটের বাইরে রেখেই নাকি মাঠে প্রবেশ করতে হচ্ছে বাগান সমর্থকদের।

এমনকি যারা দলের জার্সি পড়ে এসেছিলেন, তাদের অনেকেই বাইরে এসে জার্সি উল্টো করে পড়ে তারপর মাঠের ভিতরে প্রবেশ করেছেন। তবে এক্ষেত্রে পুলিশের বদলে নাকি কলকাতা নাইটরাইডার্সের কর্মীদের তরফ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন এমন ব্যবহার তার উত্তর এখনো মেলেনি।