এবার প্যান্ডেলেও সবুজ -মেরুন ছোঁয়া, খুশি ক্লাব থেকে সমর্থকরা

যুবভারতী থেকে সোজা বাগনান ! বিগত ৫ই অক্টোবর ঘরের মাঠে ‘মিনি ডার্বি’ জয়ের পর থেকেই দলকে নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে আছেন মোহনবাগান সমর্থকরা। বেশ কিছুদিন…

Mohun Bagan SG Delighted as Bagnan Club Celebrates Durga Puja with Mohun Bagan-Themed Pandal

যুবভারতী থেকে সোজা বাগনান ! বিগত ৫ই অক্টোবর ঘরের মাঠে ‘মিনি ডার্বি’ জয়ের পর থেকেই দলকে নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে আছেন মোহনবাগান সমর্থকরা। বেশ কিছুদিন আগে মহামেডানের বিরুদ্ধে ক্লাবের এই দুর্দান্ত জয়ে দুঃস্থ, অনাথ শিশুদের পাশে দাঁড়িয়ে ‘ উৎসব’ করতে দেখা যায় সবুজ মেরুন সমর্থকদের। এবার বাগনারের এক প্যান্ডেল জুড়ে মোহনবাগানের ছোঁয়া লাগিয়ে ফের জয়ের উৎসবকে আলোচনায় আনলেন মেরিনার্সরা। হাওড়া জেলার বাগনানের খাদিনান নবোদয় সংঘের মণ্ডপজুড়ে এবার দেখা গেল সবুজ- মেরুন ছোঁয়া (Mohun Bagan SG Pandal Theme)।

যা দেখে খুশি হয়েছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে সমর্থকরা। গতকালই এই মণ্ডপের ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছে মোহনবাগান সুপারজায়েন্টস কর্তৃপক্ষ।

   

এবছর অষ্টমতম বর্ষে পর্দাপন করেছে বাগনান খদিনান সংঘের পুজো। খাদিনান নবোদয় সংঘের এবারের ভাবনা হল ‘ আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে। ‘ অর্থাৎ সমগ্র মোহনবাগানের ঐতিহ্যকেই তাঁরা ফুটিয়ে তুলতে চেয়েছেন মণ্ডপের প্রতিটি ছত্রে ছত্রে। বেশ কিছুদিন আগেই সাদা-কালো পতাকাকে ধরাশায়ী করে যুবভারতীতে পাল তুলেছে সবুজ মেরুন ধ্বজা। সে কারণেই ক্লাব থেকে একটু দূরে থাকলেও ‘উৎসবে’ মেতে উঠতে ভোলেননি বাগনানবাসীরা। সে কারণেই দুর্গাপূজার মণ্ডপে ক্লাবকে মুড়ে ফেলেছেন তাঁরা। দলের প্রাক্তন থেকে বর্তমান সমস্ত ঐতিহ্যকেই সম্মান জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

দুর্গোৎসবকে বলা হয় বাঙালির প্রাণের উৎসব। আর ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে এই উৎসবকে ঘিরে বাঙালির তাঁর শৈল্পিক দক্ষতাকে একপ্রকার বিশ্বমানের আসনে পরিণত করেছে। এই ভাবনায় পিছিয়ে থাকেনি খাদিনানও। মণ্ডপের সামনের দিকে তাঁরা ক্লাব তথা ঘটিসমাজের ঐতিহ্য চিংড়িকে রেখেছেন।

Mohun Bagan SG: দিমির থেকে পিছিয়ে জেমি! মূল্য ১৩ কোটি

এছাড়াও ক্লাবের প্রতীক পালতোলা নৌকা এবং শিল্ড ট্রোফিকেও মণ্ডপে ঢোকার মুখে জায়গা দিয়েছেন তাঁরা। প্রাক্তন বাগান তারকা চুন্নী গোস্বামী – সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে হালফিলের বাগান তারকা দিমি-কামিন্সকেও মণ্ডপের ভেতরে নানা দেওয়ালে স্থান দিয়েছেন তাঁরা। এছাড়াও দলের বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জয়ের ছবিও দর্শকদের জন্য মণ্ডপে ফুটিয়ে তুলেছেন ক্লাব কর্তৃপক্ষ।

Mohun Bagan: ডার্বি ম্যাচে অনিশ্চিত বাগানের এই তারকা, চিন্তায় মোলিনা

শুধু মন্ডপ জুড়েই নয়, দেবীপ্রতিমার মধ্যেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। বিশেষত চালচিত্রের মধ্যেও সবুজ – মেরুন রঙের ছোঁয়া এনেছেন খাদিনান নবোদয় সংঘের সদ্স্যরা। মন্ডপ উদ্বোধন থেকে শুরু করে ক্লাবের সমস্ত সদস্যদের এদিন মোহনবাগানের উত্তরীয় প্রদান করেন স্থানীয় বিধায়ক অরুণাভ সেন। এছাড়া ক্লাবকে (Mohun Bagan SG Pandal Theme) শুভেচ্ছাবার্তা জানিয়েছে স্বয়ং মোহনবাগান শিবিরও। আজ সকালে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে বাগনান ক্লাবের এই মণ্ডপের ছবি পোস্ট করে মোহনবাগান ক্লাব লেখে “পুজো যখন সবুজ – মেরুন সাজে। ক্লাবের এই উদ্যোগে আমরা গর্বিত।”