Lionel Messi: জিদানের সঙ্গে খেলতে না পারার আক্ষেপ মেসির

এক ফ্রেমে ফুটবল ইতিহাসের সর্বকালের দুই কিংবদন্তি, জিনেদিন জিদান (Zinedine Zidane) ও লিওনেল মেসি (Lionel Messi)। মুখোমুখি। জিদানের সঙ্গে একই দলে কখনও খেলা হয়নি, এই…

Lionel Messi Expresses Regret Over Missed Opportunity to Play Alongside Zinedine Zidane

এক ফ্রেমে ফুটবল ইতিহাসের সর্বকালের দুই কিংবদন্তি, জিনেদিন জিদান (Zinedine Zidane) ও লিওনেল মেসি (Lionel Messi)। মুখোমুখি। জিদানের সঙ্গে একই দলে কখনও খেলা হয়নি, এই আক্ষেপ লুকিয়ে রাখেননি লিও।

“আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। আমার দূর্ভাগ্য আপনার সঙ্গে কখনও একই দলে খেলতে পারিনি”, বলেছেন লিওনেল মেসি। “কিন্তু আমরা একের ওপরের বিরুদ্ধে খেলেছি। ভুলবো না সেই দিনগুলোর কথা। আপনি যা করেছেন এবং করছেন তার জন্য শ্রদ্ধা না ছাড়া কোনো উপায় নেই।”

জিদান সম্পর্কে মেসির অকপট মন্তব্য, “আমার মতে জিনেদিন জিদান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। রিয়াল মাদ্রিদের হয়ে যখন খেলতেন তখন আপনাকে অনুসরণ করতাম, অ্যাডমায়ার করি সব সময়। অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়েছি, কারণ আমি খেলতাম বার্সেলোনায়, আর আপনি (জিদান) রিয়াল মাদ্রিদে। একজন সত্যিকারের প্লেয়ার। বাকিদের থেকে আলাদা। এলিগেন্ট, দীর্ঘদেহী, ম্যাজিক… সব কিছু খুঁজে পেয়েছি জিদানের খেলায়। লেভারকুসেনের বিরুদ্ধে করা আপনার সেই গোল, বিশ্বকাপের গোল, ৩৬০ ডিগ্রি টার্ন, এগুলো কখনও ভোলার নয়।”

মেসি এটাও বলেছেন, দশ নম্বর জার্সি বললে সবার আগে মনে আসে কিংবদন্তি দিয়েগো মারাদোনার কথা। “আর্জেন্টিনায় আমরা সবাই মারাদোনার মতো হতে চাইতাম। এমনকি আমার সন্তানরাও ওঁর কথা জানে। নিজের চোখে কখনো দেখেনি কিন্তু পুরনো দেখেছে”, বলেছেন মেসি। সেই সঙ্গে পাবলো আইমার, জুয়ান রোমান রিকোয়েলমের নাম নিয়েছেন লিওনেল মেসি।