“শিল্ড নয় পাঞ্জাব…” ম্যাচ নিয়ে ‘বিস্ফোরক’ মোলিনা

২০২৪-২৫ মরসুম (ISL 2024-25 Session) শেষের শেষ মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সামনে এখন এক গুরুত্বপূর্ণ সময়। আইএসএলে টানা দ্বিতীয়বার লিগ-শিল্ড জয়ই তাদের লক্ষ্য। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে। সহজ অঙ্ক হল, বাকি পাঁচ ম্যাচ থেকে ১০ পয়েন্ট পেলে অর্থাৎ, ৩টি জয় এবং একটি ড্র হলেই শিল্ড নিশ্চিত করে ফেলবে বাগান ব্রিগেড। তবে, কোচ হোসে মোলিনা তার ফুটবলাররা সঙ্গত কারণেই ভাবছেন আরও একধাপ এগিয়ে যেতে। এই মুহূর্তে তাদের লক্ষ্য একটাই ১৫ পয়েন্ট অর্জন করা, অর্থাৎ বাকি সব ম্যাচ জিতে এই মরসুমে নিজের কৃতিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।

   

বাগান কোচ মোলিনার (Jose Molina) পরিচালনায় যারা এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। এবার পঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে ম্যাচের দিকে পুরো মনোযোগ নিবদ্ধ করেছেন। ৫ ফেব্রুয়ারি যুবভারতীতে অনুষ্ঠিত ম্যাচে পঞ্জাব এফসির বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেওয়ার দিকেই নজর। তিনি জানিয়েছেন, ‘‘এই মুহূর্তে পঞ্জাবকে হারানো ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’’ মোলিনার দল অবশ্য চোট ও কার্ড সমস্যা নিয়ে কিছুটা উদ্বিগ্ন। টম আলড্রেড এবং আপুইয়ার মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা পঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না, তবে মোহনবাগান কোচ একেবারেই চিন্তিত নন। কারণ, তার হাতে একাধিক বিকল্প ফুটবলার রয়েছেন যারা দলের গুরুত্বপূর্ণ অংশ।

চোট বা কার্ড সমস্যা ফুটবল জীবনের অবিচ্ছেদ্য অংশ। তার দলের ক্ষেত্রেও এমন সমস্যা আছেই, কিন্তু তিনি জানান, ‘‘যদি কেউ না থাকে, অন্যরা তাদের জায়গায় খেলবে। দলের সবার মধ্যে প্রতিভা রয়েছে।’’ এমনকি গত ম্যাচে আলবার্তো না থাকলেও দীপেন্দু বিশ্বাস দুর্দান্ত খেলেছেন। আলড্রেড এবং আপুইয়ার না থাকার পরও দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ এবং অভিষেক সূর্যবংশী খেলতে প্রস্তুত। এমনকি শুভাশিস বোস, যিনি ইতিমধ্যেই রক্ষণভুলে ছয়টি গোল করেছেন, তিনি আরও একবার দারুণ কিছু করতে প্রস্তুত।

যদিও পঞ্জাব এফসির হেড কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস অবশ্য মনে করেন, মোহনবাগানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জেসন কামিংস। কামিংসের গোল করার ক্ষমতা পঞ্জাবের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে শুভাশিস-লিস্টনদের হেড স্যার তাতে ভীত নন। তিনি তার দলের সামর্থ্যে পূর্ণ আস্থা রেখেছেন। মোহনবাগান তার গত মরসুমের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তারা যেকোনো পরিস্থিতিতে নিজেদের শক্তি প্রমাণ করতে সক্ষম।

মোহনবাগান রক্ষণও অনেক শক্তিশালী, আর গোলরক্ষক বিশাল কাইথ তার অবদান রেখেছেন। তিনি আইএসএলে পঞ্চাশটি ক্লিনশিটের নজির গড়েছেন এবং এই মরসুমে মাত্র ১৪টি গোল খেয়েছেন, যা দলটির রক্ষণ শক্তির প্রতিফলন। বিশালকে নিয়ে মোলিনা জানান, ‘‘বিশাল আমার সেরা গোলরক্ষক।’’

তাই মোহনবাগান চলতি মরসুমে শুধু শিল্ড জয়ই নয়, তাদের লক্ষ্য আরও বড়। প্লে অফে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে তারা প্রতিটি ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। বিশেষ করে, পঞ্জাব এফসির বিপক্ষে জয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি লিগ শিল্ড জয়ের পথে তাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleTragic accident: চলন্ত নাগরদোলায় ভয়াবহ দুর্ঘটনা, গোসাবায় মৃত্যু তরুণীর !
Next articleমহাকুম্ভে পুণ্যস্নান করলেন অলিম্পিক পদক জয়ী শাটলার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।