২৩ নভেম্বর আইএসএলে (ISL) জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। টানা চার ম্যাচ অপরাজিত থেকে পঞ্চম ম্যাচেও সমর্থকদের জয় উপহার দিতে মুখিয়ে রয়েছেন সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা। এই ম্যাচের এক সপ্তাহ আগেও দলের সঙ্গে নেই বাগান অধিনায়ক (Mohun Bagan SG Captain) শুভাশীষ বোস (Subhasish Bose)। কোথায় তিনি এই মুহূর্তে, কার সঙ্গে, কী করছেন এবার প্রকাশ্যে এল তাঁর ছবি।
Khalid Jamil : দুই ম্যাচ হেরে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে কি প্রতিক্রিয়া খালিদ জামিলের ?
আগামী সপ্তাহেই খালিদ জামিলের জমশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে মোলিনার ছেলেরা। তাঁরা গত ম্যাচে ওডিশার বিরুদ্ধে ড্র করায় আটকে যায় জয়ের ধারা। যদিও এর আগে তিন ম্যাচে হায়দরাবাদ, ইস্টবেঙ্গল এবং মহামেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী ছিল জেমি ম্যাকলারেন-মনবীররা।
Manolo Marquez : মালয়েশিয়া ম্যাচ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মানোলো মার্কুয়েজের
১৮ নভেম্বর মালয়েশিয়ার (Malaysia) বিপক্ষে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। তাই জাতীয় দলে ডাক পাওয়ায় এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গে নেই গোলরক্ষক বিশাল কাইথ, লিস্টন কোলাসো এবং মানবীর সিং। এই ম্যাচের দুই দিন পরেই তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তবে এই ম্যাচের জন্য জাতীয় দল থেকে ডাক পাননি বাগান অধিনায়ক তথা ভারতের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশীষ বোস।
Mohammed Shami : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন শামি, কীসের ইঙ্গিত সৌরভের?
জাতীয় দলে সুযোগ না পাওয়ার পর থেকেই চর্চায় ছিলেন তিনি। এবার এই মুহূর্তে দলের সঙ্গেও নেই তিনি। স্বভাবতই সমর্থকদের মধ্যে বেশ কিছুটা কৌতুহল ছিল কোথায় তাঁদের অধিনায়ক। এবার ছবি প্রকাশ্যে আসতেই জানা গেল কোথায় রয়েছেন শুভাশীষ বোস। তিনি এই মুহূর্তে তাঁর স্ত্রী সঙ্গে মালদ্বীপে (Maldives) ছুটি কাটাচ্ছেন। আজ তিনি নিজেই তাঁর ইনস্ট্রাগ্রামে একটি স্ট্রোরি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি অনুশীলন করতেও বেশ ব্যস্ত রয়েছেন।
Subhashis Bose training in Maldives 💪🔥 pic.twitter.com/Xtz4iOYwfP
— Mohun Bagan Hub (@MohunBaganHub) November 17, 2024
Arshdeep Singh : মেগা নিলামের আগেই প্রকাশ্যে এল অর্শদীপকে নিয়ে বড় আপডেট
View this post on Instagram