Mohun Bagan SG: আজই চূড়ান্ত হবে মোহনবাগানের প্রতিপক্ষ

ভুবনেশরে আজ নজর রাখবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। কলিঙ্গ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য পাঞ্জা কষবে ওড়িশা এফসি ও কেরালা…

Odisha FC vs Kerala Blasters

ভুবনেশরে আজ নজর রাখবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। কলিঙ্গ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য পাঞ্জা কষবে ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স।

মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যার ফলে সবুজ মেরুন ব্রিগেড সরাসরি পৌঁছে গিয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে। সেমিফাইনালে বাগানের প্রতিপক্ষ কে সেটা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হবে আজ সন্ধ্যায়।

ওড়িশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে যে দল জিতবে সেই দলই পৌঁছে যাবে সেমিফাইনালে। খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। আগামী ২৮ এপ্রিল সেমিফাইনাল খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি নয়তো কেরালা ব্লাস্টার্স। ইতিমধ্যে টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে। নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাগান জানিয়েছে, বুক মাই শো থেকে টিকিট কাটা যাবে। নুন্যতম ৫০ ও ১০০ টাকা মুল্যের টিকিটা পাওয়া যাবে। সন্ধ্যা সাড়ে ৭ টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ম্যাচ।

লিগ শিল্ড জিতে এবার সর্বকালীন একটি রেকর্ড গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রাথমিক পর্বে মোট ১৫ টি ম্যাচ জিতেছে দল। জয় ও ড্র মিলিয়ে দলের মোট পয়েন্ট হয়েছে ৪৮। ইন্ডিয়ান সুপার লিগের কোনও একটি মরসুমে এর আগে কোনও দল এই সংখ্যক পয়েন্ট অর্জন করতে পারেনি।