Asia Cup: ভারতের বিরুদ্ধে হারের জ্বালা জুড়োনোর আগেই ফের ধাক্কা খেল পাকিস্তান

চলতি এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের জন্য কঠিন সময়। প্রথমে ভারতের কাছে ২২৮ রানের শোচনীয় পরাজয়, এরপর ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে জরুরি ম্যাচের আগে শিবিরে খারাপ খবর।

Pakistan Cricket girl

চলতি এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের জন্য কঠিন সময়। প্রথমে ভারতের কাছে ২২৮ রানের শোচনীয় পরাজয়, এরপর ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে জরুরি ম্যাচের আগে শিবিরে খারাপ খবর। মাঠে বাইরে ছিটকে গেলেন স্কোয়াডের দুই ক্রিকেটার। হারিস রউফ এবং নাসিম শাহ ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন। ব্যাট করতেও নামতে পারেননি তারা। এখন জানা যাচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচেও পাকিস্তানের এই দুই ক্রিকেটার অনিশ্চিত।

হারিস রউফ এবং নাসিম শাহ পাকিস্তানের পক্ষে বোলিং বিভাগের দুই স্তম্ভ। এই দু’জন খেলতে না পারলে দলের বোলিং দুর্বল হয়ে পড়বে।আগামীকালের ম্যাচে যে করেই হোক জিততে হবে পাকিস্তানকে। পাকিস্তান জিততে না পারলে ফাইনালের টিকিট কেটে নিশ্চিত করবে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে আসন্ন ম্যাচ পাকিস্তানের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। তবে তাদের অনুপস্থিতি নিয়ে পিসিবি বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

হারিস রউফ এবং নাসিম শাহ প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটসম্যানদের বেশ বিপাকে ফেলেছিলেন। এছাড়াও দ্বিতীয় ম্যাচে দলের হয়ে প্রথম ১০ ওভারে অসাধারণ বোলিং উপহার দিয়েছিলেন। হারিস রউফ এবং নাসিম শাহ আর্দ্রতা উইকেটে আরও বিপজ্জনক হয়ে ওঠার ক্ষমতা রাখেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা সত্যিই খেলতে না পারলে পাকিস্তানকে বি প্ল্যান নিয়ে মাঠে নামতে হবে। এদিকে হাতে সময় খুবই কম। অন্যদিকে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা পরাজিত হলেও দারুণ লড়াই দিয়েছিল দ্বীপ রাষ্ট্রের দলটি। ফলে ফর্মে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে পাকিস্তান।