Mohun Bagan SG: ডার্বির আগেই পরের পর্বে সবুজ-মেরুন, বাড়তি সুবিধা পেল ইস্টবেঙ্গল

Mohun Bagan SG Advances to Next Phase Ahead of Kolkata Derby

রাত পোহালেই আইএসএলের ফিরতি লেগের ডার্বি (Kolkata Derby)। এবার হোম ম্যাচ হিসেবে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের বিপক্ষে খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।‌ একদিকে যেমন এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে মেরিনার্সরা, অন্যদিকে ঠিক তেমনই ভাবেই এই ম্যাচ জিতলে প্লে-অফের রাস্তা প্রশস্ত করবে লাল-হলুদ।

Advertisements

গত ডার্বিতে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিল মোহনবাগান ফুটবল দল। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই প্রধানকে। তবে এবার জয় পাওয়ার লক্ষ্য থাকবে দুই দলের। তবে এই ম্যাচের আগেই সুখবর উঠে এসেছে বাগান সমর্থকদের কাছে। এই হাইভোল্টেজ ম্যাচের আগেই পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে বাগান ব্রিগেড।

আসলে শনিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছিল সিংতোর হায়দরাবাদ। ১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। আইএসএল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এই দলের পরাজয়ের দরুন সমস্ত দিক বিবেচনা করলেই স্পষ্ট হয়ে যায় সবুজ-মেরুনের কোয়ালিফাইয়ের বিষয়টি।

Advertisements

অন্যদিকে, বাড়তি সুবিধা পেতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।‌ কাল মোহনবাগানের কাছে নাস্তানাবুদ হলেও প্লে-অফের আশা থেকে যাবে তাদের কাছে। বর্তমানে জামশেদপুর এফসির পয়েন্ট ১৯ ম্যাচে ২১ পয়েন্ট। কাল যদি ইস্টবেঙ্গল কোনোরকমে জয় পায় তাহলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের সুবাদে এগিয়ে যাবে তারা।

এছাড়াও লড়াইয়ে টিকে থাকা বেঙ্গালুরু এফসি হোক কিংবা হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড। বর্তমানে তারা পয়েন্টের ভিত্তিতে কিছুটা এগিয়ে থাকলেও গোল পার্থক্যের বিস্তর ফারাক রয়েছে। তাই কাল ডার্বি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে সকলে।