দুই বিদেশি নিয়েই আগামীকাল মাঠে নামছে পালতোলা নৌকা

বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। গত ম্যাচের মতো এবারও…

Tom Aldred and Jason Cummings

বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। গত ম্যাচের মতো এবারও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য বাগান ব্রিগেডের। যারফলে বেশকিছু বদল দেখা যেতে পারে প্রথম একাদশে।

সুহেল আহমদ ভাটের মতো জুনিয়র ফুটবলারদের পাশাপাশি মাঠে দেখা যেতে পারে দুই বিদেশি ফুটবলারদের। সেক্ষেত্রে উঠে আসছে টম অলড্রেড এবং জেসন কামিন্সের নাম। উল্লেখ্য, ডুরান্ডের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোস এফসির বিপক্ষে মাঠে নেমেছিলেন অলড্রেড। তাঁর উপস্থিতিতে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল বাগানের রক্ষণভাগ।

   

বিশেষ সূত্র মারফত খবর, আগত ম্যাচে ও এই ব্রিটিশ ডিফেন্ডারকে দেখা যেতে চলেছে প্রথম একাদশে‌। এছাড়াও আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে আনা হতে পারে অজি তারকা জেসন কামিন্সকে। জুলাই মাসের শেষের দিকে শহরে এসেছেন কামিন্স। তারপর থেকেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন অনুশীলনে। এবার মরসুমের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় এই তারকা ফুটবলার।

সেইসাথে স্প্যানিশ ফরোয়ার্ড আলবার্তো রদ্রিগেজকে নামানোর কথা শোনা গেলেও তা এখনও চূড়ান্ত নয়। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী তাঁকে নামানোর কথা ভাবতে পারেন বাগান কোচ জোসে মোলিনা।