AFC CUP: রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দিয়ে এএফসি নিয়ম রক্ষার ম্যাচ বাগানের

সপ্তাহ কয়েক আগেই সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয় এএফসি কাপের (AFC CUP) মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান…

Mohun Bagan vs. Hyderabad FC

সপ্তাহ কয়েক আগেই সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয় এএফসি কাপের (AFC CUP) মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস দল। যা নিয়ে হতাশ সকলেই। একটা সময় কলকাতা ময়দানের এই শক্তিশালী ফুটবল দলকে নিয়ে চিন্তায় ছিল অন্যান্য প্রতিপক্ষ দলগুলি। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই কিনা এবার টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল তাদের!

আরও পড়ুন: Mohun Bagan: চোট সারিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বাগানের দুই তারকা 

এখন এটি বিশ্বাস করতে পারছেন না বাগান সমর্থকরা। তবে এবার আইএসএলের দিকেই বাড়তি নজর দিতে মরিয়া হুয়ান ফেরেন্দোর ছেলেরা। উল্লেখ্য, বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের ঘরের মাঠে এগিয়ে থেকেও পরাজিত হওয়ার পর এএফসি কাপে টিকে থাকার লড়াই যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল তাদের কাছে।

আরও পড়ুন:  MS Dhoni: চেন্নাই সুপার কিংসে চারবার বেতন বেড়েছে ধোনির, প্রায় ৬ কোটি টাকার পার্থক্য!

পরবর্তীতে ওডিশা এফসির ম্যাচের দিকেই নজর রেখেছিলেন সকলে। কিন্তু বহু আশা নিয়ে এই ম্যাচ দেখতে বসলেও শেষ পর্যন্ত এখানে ও এগিয়ে থেকে ঘরের মাঠে পরাজিত হতে হয় মেরিনার্সদের। গত বছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেললেও এবছর শক্তিশালী দল নিয়ে ও প্রাথমিক পর্ব ও অতিক্রম করতে ব্যর্থ থাকে সবুজ-মেরুন। বলতে গেলে আগামী ১১ তারিখ মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়ার বিপক্ষে মাঠে নামতে হলেও তা মূলত নিয়ম রক্ষার। সেজন্য এবার সম্পূর্ণ সিনিয়র দলের বদলে জুনিয়র দলের একাধিক ফুটবলারদের পাঠানো হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।

আরও পড়ুন: Pro Kabaddi League: টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছুটছে পুনেরি পল্টন 

যাদের মধ্যে গোলরক্ষক হিসেবে রয়েছেন জাহিদ আলী ও আনোয়ার। সেইসাথে সিনিয়র দলের দাপুটে ফুটবলার দীপক টাংড়ির পাশাপাশি গিয়েছেন রবি রানা, ফারদিন আলী মোল্লা, নামতে সহ টাইসন সিং, সুহেল ভাট সহ সুমিত রাঠির মতো তারকা ফুটবলাররা। বলতে গেলে কলকাতা ফুটবল লিগের সিংহভাগ ফুটবলারদের এই ম্যাচ খেলতে পাঠিয়েছে মোহনবাগান। বর্তমানে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও জয় দিয়েই অভিযান শেষ করতে চায় সবুজ-মেরুন।