আর কয়েক ঘন্টার অপেক্ষা। বুধবার, সন্ধ্যে ৭ টার সময়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে মালয়েশিয়ান লিগের চ্যাম্পিয়ন দল কুয়ালালামপুর সিটি এফসি’র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ATK মোহনবাগান (Mohan Bagan)। এমন আবহে এদিনই ATK মোহনবাগানের টুইট পোস্ট এই ম্যাচ ঘিরে।
ওই টুইট পোস্ট হল,”এটা ডি-ডে!
এএফসি কাপ ইন্টার-জোন ফাইনালে জায়গা পাওয়ার জন্য আমরা কুয়ালালামপুর সিটি এফসি-এর সাথে লড়াই করব!
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia
উজবেকিস্তানের নাসাফ এফসির কাছে গত এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে ০-৬ গোলের হারের দগদগে ক্ষতে প্রলেপ দিতে পারে আজকের জয়। তাই ডি-ডে’তে হুয়ান ফেরান্দোর স্কোয়াড সতর্ক। সতর্ক ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটানো নিয়ে।
It's D-DAY!
We take on Kuala Lumpur City FC for a place in the AFC Cup Inter-Zone Final!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia pic.twitter.com/TZE1Z9raHM
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 7, 2022
এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে সবুজ মেরুন শিবির কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে হোম গ্রাউণ্ডে খেলতে নামবে বিপুল সমর্থকদের আবেগের জোয়ারে ভেসে। অন্যদিকে, কুয়ালালামপুরের ক্রোয়েশিয়ান হেডকোচ বোজান হোডাচের ছেলেদের নব্বই মিনিট শুধু প্রতিপক্ষের ১১ জনের বিরুদ্ধে লড়তে হবে তাইই নয়, এই জনজোয়ার যা কাতারে কাতারে উপচে পড়বে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সমর্থনে এর বিরুদ্ধে খেলতে হবে ব্রাজিলীয় পাওলো জোসু,কলম্বিয়ার রোমেল মোরালেসদের। তাই ডি-ডে’তে একটা হাড্ডাহাডি লড়াই চাক্ষুষ করতে চলেছে ফুটবল মহল এমনটা “লক কিয়া জায়।