Mohun Bagan: ফেরেন্দোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বাগান, কত বছর থাকবেন তিনি?

Juan Fernando

গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে মোহনবাগান (Mohun Bagan)। যারফলে, কেরালা ব্লাস্টার্সের মতো দলকে হারানোর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কলকাতার এই প্রধান। তারপর নক আউটে ওডিশা এফসিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে মোহনবাগান। সেখানে ট্রাইবেকারে হায়দরাবাদ এফসি কে পরাজিত করে ফাইনালে উঠে যায় প্রীতমরা।

সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দরুন নিরধারিত সময়ে ম্যাচের ফলাফল থাকে ২-২ গোল। পরবর্তীতে ট্রাইবেকারে সুনীল ব্রিগেড কে পরাজিত করে আইএসএল জেতে মোহনবাগান। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন জনতা। দলের এই পারফরম্যান্সে খেলোয়াড়দের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো।

   

এবার তাঁকে নিয়েই বিশেষ সিদ্ধান্ত নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আরও একটা বছর ফেরেন্দোর হাতেই দলের দায়িত্ব তুলে দিল সবুজ-মেরুন। আজ এই প্রসঙ্গে দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, কোচ জুয়ানের সঙ্গে নতুন মরশুমের চুক্তি করতে পেরে আমরা যথেষ্ট আনন্দিত। উনি গত বছর আমাদের দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন। তাই আসন্ন মরশুমে আমরা তার থেকে একাধিক ট্রফির প্রত্যাশা করছি।

অন্যদিকে আরও একটা বছর দলের দায়িত্ব পেয়ে জুয়ান বলেন, সবুজ-মেরুন দলের হয়ে আরও একটা বছর কাজ করার সুযোগ করে দেওয়ায় আমি আনন্দিত। সেজন্য দলের অন্যতম কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি আগত ফুটবল মরশুমে ও মোহনবাগান দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন