Kalinga Super Cup: এবার জয় দিয়ে অভিযান শুরু বাগানের, গোল পেলেন সাদিকু

গত বছরের সমস্ত হতাশা ভুলে এবার জয় দিয়েই বছর শুরু করলো ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan)।  ঘন্টাকয়েক আগেই আজ কলিঙ্গ সুপার কাপে (Kalinga…

Mohun Bagan

গত বছরের সমস্ত হতাশা ভুলে এবার জয় দিয়েই বছর শুরু করলো ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan)।  ঘন্টাকয়েক আগেই আজ কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল।  হায়দরাবাদ দলকে হারিয়ে জয় তুলেছে তারা।

এবার সুপার কাপের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল পড়শি ক্লাব মোহনবাগান। সূচি অনুযায়ী আজ তারা খেলতে নেমেছিল আইলিগের শক্তিশালী দল শ্রীনিধি ডেকানের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নয় মেরিনার্সরা। আজ সবুজ-মেরুন জার্সিতে গোল পেয়েছেন যথাক্রমে অজি তারকা জেসন কামিন্স। পাশাপাশি আরেকটি গোল পান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। যা দেখে খুশি দলের সমর্থকেরা।

তবে আজকের এই ম্যাচের শুরুতেই পেনাল্টি আদায় করে নিয়েছিল প্রতিপক্ষ দল শ্রীনিধি ডেকান। সেখান থেকেই আসে প্রথম গোল। ২৮ মিনিটের মাথায় গোল করে যান উইলিয়াম। তার গোলেই এগিয়ে যায় আইলীগের ফুটবল দল। তবে সুযোগ বুঝে গোল শোধ করে যান জেসান কামিংস। যার দরুন সমতায় ফিরে আসে মোহনবাগান। প্রথমার্ধের লড়াইয়ের শেষে ১-১ থাকে খেলার ফলাফল।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের ঝাঁজ বাড়াতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। তবে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয় বুমোসদের। শেষ পর্যন্ত ৭৭ মিনিটের মাথায় গোল করে যান সাদিকু। এরপর আর ম্যাচে ফেলা সম্ভব হয়নি শ্রীনিধির পক্ষে।

চূড়ান্ত সময়ের পরে এই ফলাফল নিয়েই জয় আসে বাগানের। যা নিয়ে অনেকটাই উচ্ছ্বসিত সমর্থকরা। পরবর্তী ম্যাচে আইএসএলের অন্যতম প্রভাবশালী দল হায়দরাবাদ এফসি মুখোমুখি হতে হবে মেরিনার্সদের। এখন সেদিকেই তাকিয়ে সকলে।