Mohun Bagan: মোহনবাগান জল্পনার সঙ্গে জুড়ে গেল তুর্কির এক ফুটবলারের নাম

Baris Atik

আগামী মরসুমে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক বদল। নতুন বিদেশি ফুটবলার যুক্ত হতে পারেন স্কোয়াড। চলতি সিজন এখন মাঝপথে। সবে বন্ধ হয়েছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। এরই মধ্যে মোহন বাগান সম্পর্কে তুঙ্গে জল্পনা। উঠে আসছে তুর্কির এক ফুটবলারের নাম।

Advertisements

মোহন বাগান সুপার জায়ান্ট আসন্ন মরসুমের আগে কাকে দল থেকে বাদ দেবে এর কাকে সই করাব সেটা এখনো নিশ্চিত নয়। তাতে অবশ্য জল্পনার গতি রুদ্ধ হচ্ছে না। বরং দলের সাম্প্রতিক পারফরম্যান্স দল গঠন সম্পর্কিত আলোচলা আরও বৃদ্ধি করেছে। শোনা যাচ্ছে তুর্কির এক ফুটবলারকে নিয়ে সবুজ মেরুন ম্যানেজমেন্ট আশাবাদী।

   

জল্পনা চলছে Barış Atik নামের এক ফুটবলারকে নিয়ে। তুর্নকির এই ফুটবলার খেলছেন জার্মান ফুটবল লীগে। জার্মানির নীচু স্তরের লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আক্রমণভাগের ফুটবলের। অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে খেলার ব্যাপারে দক্ষ। গোল চেনেন। তবে তার থেকেও গোল করানোর ব্যাপারে তিনি আরো বেশি দক্ষ। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, জার্মানির দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগে বরিস খেলেছেন এফসি FC

Advertisements

MAGDEBURG এ। ২০২৩-২৪ মরসুমে এই ক্লাবের হয়ে খেলেছেন ১৯ টি ম্যাচ। গোল করেছেন দুটি, ৮ টি অ্যাসিস্ট করেছেন।
Barış Atik তুর্কির বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন। তুর্কির অনূর্ধ্ব ১৮ ও অনূর্ধ্ব ১৯ দলে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। ট্রান্সফার মার্কেট ওয়েব সাইট অনুযায়ী এই ফুটবলারের বাজার দর এখন ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।