East Bengal: আজ লাল-হলুদ জার্সিতে অভিষেক ঘটতে পারে এই তরুণ প্রতিভার

অবশেষে আজ ঘরের মাঠে কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) দল। যা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে।

Vanlalpeka Guite and Gurnaz Singh

অবশেষে আজ ঘরের মাঠে কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) দল। যা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে। সূচি অনুযায়ী আজ দুপুর ৩টে নাগাদ নিজের মাঠে ইস্টার্ন রেলওয়ে দলের মুখোমুখি হবে লাল-হলুদ। তাই সকাল থেকেই টিকিটের চাহিদা তুঙ্গে ক্লাব তাঁবুতে। আসলে মরশুমের এই প্রথম ঘরের মাঠে ম্যাচ। তাই সকলেই চাইছেন নিজেদের প্রিয় দলকে মাঠে বসে সমর্থন করতে।

তবে সিনিয়র দলের বদলে ক্লাবের হয়ে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ খেলা ফুটবলারদের দিয়ে এই টুর্নামেন্ট খেলানো হলেও কোনো প্রভাব পড়েনি দলের সমর্থনের ক্ষেত্রে। গত চারটি ম্যাচেই রাজ্যের স্টেডিয়াম গুলিতে সমর্থক সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এবার ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। তাই উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়েছে সকলের।

তবে এবারের এই টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই রেনবো এফসির কাছে আটকে গিয়েছিল দল। যদিও পরের ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশকে বড় ব্যবধানে হারায় ইস্টবেঙ্গল। এমনকি তার পরের ম্যাচে খিদিরপুরের বিপক্ষে ও এসেছিল জয়। তবে শেষ ম্যাচে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে ও বিএসএস দলের কাছে আটকে গিয়েছিল দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে।

তবে এবার ঘরের মাঠে ইস্টার্ন রেলওয়ে দলকে হারিয়ে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্যই থাকবে সকলের। সেইমতো নিজের একাদশ সাজাচ্ছেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। শোনা যাচ্ছে, আজকের এই ম্যাচেই লাল-হলুদ জার্সিতে নিজের অভিষেক করতে পারেন ভারতীয় ফুটবল দলের তরুণ তারকা ভানলালপেকা গুইতে।

যতদূর জানা গিয়েছে, এবারের কলকাতা লিগের জন্য নাকি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এই তারকা ফুটবলারের। তাই এবার মাঠে নামতে কোনো অসুবিধা নেই এই ফুটবলারের। সব ঠিকঠাক থাকলে আজকেই হয়ত প্রথম একাদশে দেখা মিলতে পারে এই ফুটবলারের।আজ থেকে কিছুমাস আগে অনূর্ধ্ব এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচ খেলতে স্পেনের মাদ্রিদে উড়ে গিয়েছিল ভারতীয় যুব দল। সেখানেই লাল-হলুদ হেডকোচ কার্লোস কুয়াদ্রাতের নজরে আসেন এই তারকা। ভারতীয় দলে অনবদ্য পারফরম্যান্স করার পর লাল-হলুদ জার্সিতে আদৌ কতটা সফল হন এখন সেটাই দেখার।