বিশ্বভারতী জমি: অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোই কাল হল প্রতিবাদী পড়ুয়ার

জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোমনাথ। ওই পড়ুয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট সম্পর্কিত…

জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোমনাথ। ওই পড়ুয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট সম্পর্কিত আচরণ লঙ্ঘনের কারণ দেখিয়ে তৃতীয় সেমিস্টার স্থগিত করা হয়েছে তার।

প্রতিবাদী পড়ুয়াকে শোকজ করা নিয়ে বিশ্বভারতীতে ফের জটিলতা তৈরির আশঙ্কা সৃষ্টি হয়েছে। অমর্ত্য সেনের সমর্থনে ফেসবুকে পোস্ট থেকে শুরু করে বিশ্বভারতী নানা বিতর্কিত বিষয়ে ফেসবুকে লেখেন সোমনাথ সৌ। এর আগেও একাধিকবার সাসপেন্ড করা হয় ওই পড়ুয়াকে।

কর্তৃপক্ষের দাবি, ছাত্র-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করায় আচরণ লঙ্ঘন করেছেন ওই ছাত্র। শুধু ছাত্ররাই নন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কবলে একাধিক অধ্যাপকও।

বরখাস্তের নোটিসপ্রাপ্ত পড়ুয়া সোমনাথ সৌয়ের অভিযোগ, উপাচার্যের বিরুদ্ধাচারণ করার জন্যই তাকে এই শাস্তি‌ পেতে হচ্ছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।

বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের কথায়, “উপাচার্য পাঁচ বছর ধরে স্বৈরতন্ত্র চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে কোনও কথা বললেই হয় জুটছে সাসপেনশন, নয়তো শোকজের নোটিস। বাদ যাননি অধ্যাপকেরাও। বিরুদ্ধস্বর হলেই হয় বদলি, নয় বাতিলের খাতায়। প্রয়োজনে আইনের পথ অনুসরণ করা হবে।”