গত বেশ কয়েকটি ফুটবল মরশুমের পর ফের কলকাতা লিগে (Calcutta League) অংশগ্রহণ করেছে মোহনবাগান দল (Mohun Bagan)। তবে সিনিয়র দলের বদলে মূলত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ খেলা ফুটবলারদেরকে দিয়েই এই টুর্নামেন্ট খেলছে ময়দানের এই প্রধান দল। তবে উন্মাদনা সেই আগের মতোই থেকে গিয়েছে দলের সমর্থকদের মধ্যে। সেজন্য কলকাতা লিগের প্রত্যেকটি ম্যাচেই মাঠে এসে উপস্থিত হচ্ছেন বহু বাগান সমর্থকরা।
আরও পড়ুন: Calcutta League: রেফারির সিদ্ধান্তে যথেষ্ট ক্ষুব্ধ বিনো জর্জ
তাছাড়া টুর্নামেন্টর প্রথম ম্যাচ থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে সবুজ-মেরুন দল। পাঠচক্র থেকে শুরু করে টালিগঞ্জ অগ্ৰগামী এখনো পর্যন্ত প্রায় প্রত্যেকটি ম্যাচেই সহজ জয় তুলেছে মোহনবাগান। আজ নিজেদের ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘের মুখোমুখি হবে বাস্তব রায়ের ছেলেরা। উদ্দেশ্য একটাই, বড় ব্যবধানে ম্যাচ জিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। গত ম্যাচ গুলিতে জয় আসলেও একাধিক গোল হজম করতে হয়েছে মোহনবাগানকে। তাই আজ ব্যবধান বাড়িয়ে জয় পেলে আগামীতে তা প্রভাব ফেলবে পয়েন্ট টেবিলে।
আরও পড়ুন: Calcutta League: দলে ফিরলেন অতুল, মাঠে উপস্থিত লাল-হলুদের স্প্যানিশ কোচ
সেইমতো দলের ছেলেদের নিয়ে প্রথম একাদশ সাজাচ্ছেন জুনিয়র দলের কোচ বাস্তব রায়। তবে শুধু ম্যাচ নয়। আজ প্রথমার্ধের শেষে বড়সড় চমক থাকছে সমর্থকদের জন্য। গতকাল ক্লাবের তরফ থেকে জানানো হয়, আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে যেসমস্ত দেশি ও বিদেশি তারকা ফুটবলারদের সই করানো হয়েছে, এবার তাদেরকেই আনা হবে সকলের সামনে। যা শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দলের সমর্থকদের মধ্যে। এই তালিকায় জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকুর মতো হাইপ্রোফাইল তারকার পাশাপাশি রয়েছেন ভারতীয় দলের দুই তারকা ফুটবলার তথা আনোয়ার আলি ও অনিরুদ্ধ থাপা। এবার তাদের দেখার জন্যই মুখিয়ে আপামর বাগান জনতা।
The young colts are back in action today at the club ground! ⚡️
🆚 Kalighat MS
⏰ 3 PM
📺 InSports TV#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/7c37504qVR— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 26, 2023
উল্লেখ্য, বছর কয়েক আগে ঠিক এইরকম পরিকল্পনা নিয়েই কোস্টারিকার তারকা ফুটবলার জনি আকোস্টাকে সকলের সামনে এনেছিল ইস্টবেঙ্গল। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। এবার সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়ে সকলকে চমকে দিতে তৈরি মোহনবাগান সুপারজায়ান্টস।