Mohun Bagan ছাড়ছেন আনোয়ার? ভিডিও পোস্ট করল ক্লাব

আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে চলছে ওর জল্পনা। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) হয়ে তিনি আদৌ খেলবেন কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। সামাজিক যোগাযোগ…

Anwar Ali

আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে চলছে ওর জল্পনা। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) হয়ে তিনি আদৌ খেলবেন কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছেন আনোয়ার মোহনবাগানের থাকছেন, আবার কারও মতে মোহন তরীকে বিদায় জানানোর পথে আনোয়ার আলি। এর মধ্যে কোনটা সত্যি?

চারটি ক্লিনশিট, মোহনবাগানে কেমন ছিল আনোয়ারের পারফরম্যান্স?

আনোয়ার আলি ও মোহনবাগান সুপার জায়ান্ট সম্পর্কিত জল্পনা উস্কে দিয়েছিলেন রঞ্জিত বাজাজ। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, ‘FIFA RSTP নতুন নিয়মের কারণে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আনোয়ার আলির লোন ডিল বাতিল করা হয়েছিল। নতুন নিয়ম এক বছরের বেশি লোন ডিলকে মান্যতা দেয় না। আনোয়ার পুনরায় দিল্লি এফসি-তে ফিরে আসবেন এবং স্থায়ী ট্রান্সফারে আইএসএলে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দৌড়ের মধ্যে রয়েছে সবচেয়ে বড় দুই ক্লাব। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।’

Mohun Bagan: মোলিনা জমানায় গুরুত্ব পেতে পারেন ভারতীয়রা

Advertisements

এই চব্বিশ ঘন্টার মধ্যে একটি ভিডিও পোস্ট করা হল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে। ভিডিওটি করা হয়েছে আনোয়ার আলিকে নিয়ে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘আনোয়ারের কাছ থেকে কে কে ডুরান্ড কাপ ম্যাজিক দেখতে চাইছেন?’ এই ক্যাপশনের পরেই রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে আনোয়ার আলির খেলার কিছু মুহূর্ত।

বাগানের এই পোস্ট দেখে সবুজ করুন সমর্থকদের অনেকেই হয়তো কিছুটা আশ্বস্ত হবেন। সরাসরি না বললেও আনোয়ার বাগানেই থাকছেন এমনটা ইঙ্গিত রপয়েছে যে ভিডিও পোস্টটি। আনোয়ার আলি মোহনবাগান সমর্থকদের প্রিয় ফুটবলার। আগামী দিনে একাধিক টুর্নামেন্টে দল খেলবে। আনোয়ার দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তিনি দলে থাকলে রক্ষণভাগ সাজাতে কোচের হয়তো সুবিধাই হবে।