Mohun Bagan: এবার মিশন মনিপুর, জাতীয় পর্বে কাদের সঙ্গে খেলবে সবুজ-মেরুন?

এবারের ফুটবল মরশুম খুব একটা খারাপ যায়নি সবুজ-মেরুনের (Mohun Bagan) পক্ষে। প্রথম দিকে দলে একাধিক সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান।

ATK Mohun Bagan players celebrating a goal against Mohammedan Sporting

এবারের ফুটবল মরশুম খুব একটা খারাপ যায়নি সবুজ-মেরুনের (Mohun Bagan) পক্ষে। প্রথম দিকে দলে একাধিক সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান। তারপর সুপার কাপ কে টার্গেট করে এগোলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।

সব মিলিয়ে যথেষ্ট ভালো মরশুম গিয়েছে তাদের। তবে পিছিয়ে নেই ছোটরা। এবারের রিলায়েন্স কতৃক আয়োজিত ইউথ ডেভলপমেন্ট লিগের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে দেবরাজ চ্যাটার্জীর মহামেডান স্পোর্টিং কে বড় ব্যবধানে হারায় এটিকে মোহনবাগান। তারপর নিউ আলিপুর সুরুচি সংঘ থেকে শুরু করে ওডিশা ও জামশেদপুর এফসির মতো দল কে হারায় হুয়ান ফেরেন্দোর ছেলেরা। গ্রুপের শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জেতার সুযোগ থাকলেও গোলরক্ষক আদিত্য পাত্রের অনবদ্য সেভে গোলের সুযোগ হারায় মোহনবাগান। যারফলে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।

তারপর প্রোগ্রশন রাউন্ডে মহামেডান স্পোর্টিং কে দুবার পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড। তবে ইস্টবেঙ্গলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় তাদের। প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ড্র করলে ও শেষ ম্যাচে ২-০ গোলে পরাজিত হতে হয় সুহেল-ফারদিনদের। যারফলে গ্ৰপ রানার্স হয়ে দ্বিতীয় স্থানে নেমে আসতে হয় তাদের। এবার লড়াই আরো কঠিন। এবার মিশন মনিপুর।

নির্ধারিত সূচি অনুসারে আগামী ২৭ তারিখ থেকে জাতীয় পর্ব শুরু করছে এটিকে মোহনবাগান। যেখানে প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে হবে কিয়ানদের। তারপর ৩০ এপ্রিল সাইয়ের সাথে খেলতে হবে তাদের। এরপর কয়েকদিন বিশ্রাম নিয়ে ৩রা মে শিলং লাজং এফসির মুখোমুখি হবে সুহেলরা। শেষ ম্যাচ ৬মে। যেখানে ক্লাসিকের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড।