Stinky Feet: পায়ে দুর্গন্ধ উঠছে গরমে! মেনে চলুন এই পদ্ধতি

বর্তমানে কর্পোরেট যুগে সকলকেই ফর্মাল পোশাকে অফিস যেতে হয় আর তার মধ্যে অন্যতম হলো কালো সু।  যদিও শীতকালে গোটা পা ঢাকা সু পড়া গেলেও গরমকালে খুব কষ্টকর।

Beat the Heat and Stinky Feet: A Guide to Keeping Your Feet Fresh

বর্তমানে কর্পোরেট যুগে সকলকেই ফর্মাল পোশাকে অফিস যেতে হয় আর তার মধ্যে অন্যতম হলো কালো সু।  যদিও শীতকালে গোটা পা ঢাকা সু পড়া গেলেও গরমকালে খুব কষ্টকর। কারণ গরমকালে এমনিতেই তাদের জন্য মেশিনের মানুষই খোলামেলা পোশাক পড়েন যাতে শরীরের জ্বলন একটু কম হয়।

কিন্তু পা ঢাকা জুতো পড়লে তার সুযোগ থাকে না, সারাদিন মজা জুতোতে পা বন্দী হয়ে থাকে। আর তার থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ এই দুর্গন্ধ এতটাই মারাত্মক যে লোক সমাজে বা বের করা যায় না অন্যদিকে জুতো থেকে উঠতে থাকে দুর্গন্ধ। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু শীতকাল নয় বরং গরম কালেও একই ভাবে পা ঢাকা জুতো পড়া খুবই জরুরী কারণ তার ফলে পায়ের ত্বক মসৃণ থাকে নরম থাকে এবং শুষ্ক হয়ে পড়ে না।

কিন্তু এই গরমে বারবার স্নান এবং সুগন্ধি স্প্রে করার ফলে গায়ে দুর্গন্ধ রদ করা গেলেও পায়ের দুর্গন্ধ কিন্তু সহজে যেতে চায়না। তাই অগত্যা পায়ে নিতে হয় সুগন্ধি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে ঘামে জুতো ভিজে থাকার কারণেই এই দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই প্রতিদিন কাজ থেকে ফিরে জুতোটিকে ভালো করে শুকিয়ে নিতে হবে।

পাশাপাশি একটি মজা বেশিদিন ব্যবহার করতে বারণ করছেন বিশেষজ্ঞরা। কারণ তার ফলে মজার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়। যা আমাদের ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর এবং দুর্গন্ধ সৃষ্টি করতে পারে, আর সেই সাথে একইভাবে স্নানের সময় পায়ের তো কেউ মাখতে হবে সাবান।