আগামী শনিবার ATK মোহনবাগানের (Mohun Bagan) খেলা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামার আগে খারাপ খবর সবুজ মেরুন ভক্তদের জন্য।হাটুর চোটের জন্য খেলতে পারবেন না ফুটবলার জনি কাউকো।
বৃ্হস্পতিবার ATKমোহনবাগান টুইট করে জানিয়েছে, লম্বা সময়ের জন্য জনি কাউকোর সার্ভিস পাবে না টিম।এই খবর নিঃসন্দেহে সবুজ মেরুন শিবির এবং তার ভক্তদের কাছে দুঃসংবাদ।
Injury update: Joni Kauko is set for a lengthy spell out of action after sustaining a knee injury.
Speedy recovery, Joni 💪#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/8KUpo7z0dQ
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 24, 2022
আইএসএলের লিগ টপার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জনি কাউকোর অভাব কিভাবে ঢাকবেন সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো তা নিয়ে চর্চ্চা শুরু হয়ে গিয়েছে। কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন স্প্যানিশ কোচ ফেরান্দো, কিভাবে ঘরের মাঠে গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বোতল বন্দি করে তিন পয়েন্ট তুলে আনবেন এই মুহুর্তে এমন প্রশ্নই বড় হয়ে উঠেছে।