Mohun Bagan: দল থেকে ছাঁটাই হতে পারেন এই সবুজ-মেরুন ডিফেন্ডার

চলতি মরশুমের শুরুটা খুব ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। একটা সময় যাদের নকআউট পর্ব খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল বর্তমানে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে তারাই আইএসএল চ্যাম্পিয়ন।

Mohun Bagan's foreign players Slavko Damjanovic and Brandon Hamill

চলতি মরশুমের শুরুটা খুব ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। একটা সময় যাদের নকআউট পর্ব খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল বর্তমানে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে তারাই আইএসএল চ্যাম্পিয়ন।

আরও পডুন: Mohun Bagan Avenue: মোহনবাগানের নামে রাস্তার নামকরন, কবে ও কোথায় জেনে নিন

যার ফলে, এখন অনেকটাই আত্মবিশ্বাসী হুয়ান ফেরেন্দোর ছেলেরা। এবার তাদের লক্ষ্য সুপার কাপ। জিততে পারলেই মিলবে এএফসি কাপের ছাড়পত্র। সেইমতো আগামী ২রা এপ্রিল থেকে জোড়কদমে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে শুধু এই কাপ টুর্নামেন্টে ই নয়, আগামী মরশুমের জন্য ও দল নিয়ে অনুশীলন শুরু করতে মরিয়া তারা। তাই এখন থেকেই দল গঠনের কাজে হাত দিতে চায় বাগান শিবির। এক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন এক বিদেশি ডিফেন্ডার। কে সেই খেলোয়াড়?

আরও পডুন: Mohun Bagan Avenue: মোহনবাগানের নামে রাস্তার নামকরন, কবে ও কোথায় জেনে নিন

যতদূর জানা যাচ্ছে, আগামী মরশুমের জন্য স্লাভকো ডামজানোভিচ (Slavko Damjanovic) ও ব্রান্ডন হ্যামিলের (Brendan Hamill) মধ্যে যেকোনো একজনকে ছাটাই করা হতে পারে সবুজ-মেরুন শিবির থেকে। পাশাপাশি এই মরশুমে খুব একটা খেলতে না পারলে ও চোট সারিয়ে সবুজ-মেরুন তারকাদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন তিরি ট্যাংড়িরা, দীপক ট্যাংড়ি ও জনি কাউকোরা। তবে পারফরম্যান্সের বিচারে যথেষ্ট ধারাবাহিক থেকেছেন স্লাভকো। কিন্তু হ্যামিলের ফিটনেস নিয়ে শুরু থেকেই প্রশ্ন থাকায়, দল থেকে ছাটাই হওয়ার সম্ভাবনা প্রবল এই তারকার। তবে এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট।

Advertisements

আরও পডুন: Mohun Bagan: কবে থেকে সুপার কাপ শুরু করছে মোহনবাগান? জেনে নিন

অন্যদিকে বিগত কয়েক মরশুম ধরে চেষ্টা করেও ইশান পন্ডিতা কে আনতে পারেনি সবুজ-মেরুন। পূর্বে বড় অঙ্কের ভিত্তিতে তাকে দল নিয়েছিল জামশেদপুর এফসি। তবে আগামী জুন মাসেই ফ্রী এজেন্ট হয়ে যাবেন তিনি। তাই এবারো তাকে নিতে আসরে নেমে পড়েছে সবুজ-মেরুন শিবির। সেইসাথে তাকে দলে নিয়ে চমক দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেরালা। জানা যাচ্ছে, ইরানের জন্য নাকি বিরাট অঙ্কের বাজেট বরাদ্দ করেছে তাদের ম্যানেজমেন্ট।