
এই মুহূর্তে ডুরান্ড কাপের (Durand Cup) আসর থেকে ছিটকে গেছে কলকাতার দুই প্রধান দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নিয়ম অনুযায়ী এটিকে মোহনবাগান’কে ডুরান্ডের নক আউট পর্বে পৌঁছতে হলে রাজস্থান ইউনাইটেড’কে তাদের শেষ ম্যাচে হারতে হতো। কিন্তু ইন্ডিয়ান নেভিকে ২-০ গোলে রাজস্থান ইউনাইটেড হারিয়ে সাথে সাথে সবুজ মেরুনের শিবিরের ডুরান্ডে পৌঁছনোর সমস্ত আশা শেষ।
এক্ষেত্রে এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি এবং রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট সংখ্যা সমান।কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট সংখ্যা সমান হলে প্রতিটি দলের হেড টু হেডের ফলাফল দেখা হবে।বিষয় হলো মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করলেও, রাজস্থানের বিরুদ্ধে হারার জেরেই ছিটকে যেতে হলো সবুজ মেরুন শিবির’কে।
সংশ্লিষ্ট গ্রুপ থেকে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেলো মুম্বই সিটি এফসি এবার রাজস্থান ইউনাইটেড।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










