তৃণমূল-বিজেপি ছেড়ে বাম শিবিরে শতাধিক যোগদান

দুর্নীতিতে তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রী-বিধায়কদের নাম জড়ানো রাজ্যজুড়ে নিত্যনৈমিত্তিক ঘটনা৷ এর প্রভাব পড়েছে বিভিন্ন গ্রামীণ এলাকায়৷ সোমবার পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ও বিজেপি (BJP) ছেড়ে…

দুর্নীতিতে তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রী-বিধায়কদের নাম জড়ানো রাজ্যজুড়ে নিত্যনৈমিত্তিক ঘটনা৷ এর প্রভাব পড়েছে বিভিন্ন গ্রামীণ এলাকায়৷ সোমবার পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ও বিজেপি (BJP) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগ দিলেন শতাধিক।

পুরুলিয়ার ঝালদার হেঁসাহাতু অঞ্চলে তৃণমূল ও বিজেপি ত্যাগের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও উল্টো স্রোত দেখা গেল।

২০২১ সালে রাজ্যজুড়ে তৃতীয়বার বয়ে গেছে তৃণমূলের ঝড়৷ সেই ঝড়ে শূন্য হাতে ফিরতে হয়েছে সিপিআইএমকে। সংগঠনকে পুনরায় উদ্ধার করতে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একলা চলো নীতি নিয়েছে বামেরা। তাতেই জেলায় জেলায় সংগঠন বাড়ছে। বাম মিছিলে ব্যাপক মিছিল ও জমায়েত তার উদাহরণ৷

এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক আধিকারিকরা৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা৷ শুধুমাত্র নিয়োগ দুর্নীতিতে আরও অনেক নেতারা রয়েছে বলে জানা গেছে। এর সঙ্গে গোরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক নেতাদের খোঁজ শুরু করেছে সিবিআই৷ একাধিক দুর্নীতিতে জেরবার তৃণমূলের ওপর আস্থা হারাচ্ছে মানুষ।সেই জায়গা থেকে ফায়দা তুলছে বামেরা।

রাজনৈতিক মহলের বক্তব্য, বারবার সরকার গঠন করার দাবি তুলে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু নিচুতলায় দলের আলগা সংগঠন বিপদসংকেত দিচ্ছে বারবার৷ এরই জেলায় জেলায় বাম শিবিরে যোগদানের মেলা লেগেই রয়েছে।