Mohun Bagan: ডুরান্ডের দায়িত্বে বাস্তব রায়, দায়িত্ব পেয়ে কী বলছেন তিনি?

Mohun Bagan Junior Team Coach

মাত্র আর কিছুটা সময়। তারপরেই শুরু হতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের সেনা একাদশের মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন সেদিকেই নজর সকলের। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপের এই ম্যাচ নিয়েও যথেষ্ট উন্মাদনা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। তার মধ্যেই এবার কোচ সংক্রান্ত বিষয়ে নিয়ে নয়া পদক্ষেপ নিল বাগান ম্যানেজমেন্ট।

ঘন্টাকয়েক আগেই সবুজ-মেরুন ব্রিগেডের তরফ থেকে ঘোষণা করা হয় যে, আসন্ন এই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন মোহনবাগান জুনিয়র দলের কোচ তথা হুয়ান ফেরেন্দোর ভারতীয় সহকারী বাস্তব রায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো হয়ত থাকতে চলেছেন দর্শক আসনে।

   

উল্লেখ্য, এবারের কলকাতা ফুটবল লিগে তার তত্ত্বাবধানেই খেলছে মোহনবাগান রিজার্ভ দল। গত ডেভলপমেন্ট লিগ পর্যন্ত বিদেশি কোচ রোমার হাতে দলের দায়িত্ব থাকলেও নতুন মরশুমে বাস্তব রায়ের হাতে ওঠে গুরু দায়িত্ব। বলাবাহুল্য, তার তত্ত্বাবধানে টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট দাপিয়ে খেলছে সুহেল, ফারদিনরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পাশাপাশি অধিকাংশ ম্যাচেই দাপট দেখিয়েছে সবুজ-মেরুন। তবে পরবর্তীতে ঘরের মাঠে ড্র করলেও যথেষ্ট চনমনে রয়েছেন গোটা দল।

এসবের মাঝেই দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ। আদৌ সেখানে সিনিয়র দল নামাবে কিনা বাগান শিবির, তাই নিয়েও একাধিকবার দেখা দিয়েছিল সংশয়। শেষে যতদূর জানা গিয়েছে, সিনিয়র ও জুনিয়র দলের ফুটবলারদের কম্বিনেশন নিয়েই ডুরান্ড শুরু করতে পারে মোহনবাগান। সেই জন্যই হয়ত বাস্তব রায়কে দেওয়া হচ্ছে দলের দায়িত্ব।

এই টুর্নামেন্টের প্রসঙ্গে আজ সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা যেখানে রয়েছি সেটাকে গ্রুপ অফ ডেথ বলতে পারেন। এটি হয়ত ডুরান্ডের সবচেয়ে কঠিন বিভাগ। তবে সবুজ-মেরুন যে প্রতিযোগিতায় খেলতে নামে সেখানে সব ম্যাচ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে নামে। আমরা আগামীকাল ও সেই চেষ্টাই করবো।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন