Mohun Bagan: জিতেও সন্তুষ্ট নন, মাঠ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাস্তব রায়

শুক্রবার ডেভেলপমেন্ট লিগে অ্যাডামাস ইউনাইটেডকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ২-০ গোল। ডার্বি ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচে…

Mohun Bagan Junior Team Coach Bastob Roy

শুক্রবার ডেভেলপমেন্ট লিগে অ্যাডামাস ইউনাইটেডকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ২-০ গোল। ডার্বি ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচে জয় আশায় যথেষ্ট খুশি সকলে। এই জয়ের ফলে স্বাভাবিকভাবেই পরবর্তী রাউন্ডে চলে গেল মোহনবাগানের জুনিয়ররা।

Advertisements

এবার পরবর্তীতে কাদের সাথে থাকে তাদের ম্যাচ, এখন সেটাই দেখার বিষয়। মোহনবাগান জার্সিতে এই ম্যাচে গোল পান যথাক্রমে টোংসিন ও ফারদিন আলী। তবে এই ম্যাচে জয় পেয়ে পরবর্তী রাউন্ড অর্থাৎ জাতীয় পর্বে চলে গেলেও খুব একটা খুশিনন বাগান কোচ বাস্তব রায়।

বিজ্ঞাপন

ম্যাচ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেরকম কিছুই বলার নেই। এই মাঠে ফুটবল খেলা যথেষ্ট কঠিন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলির ক্ষেত্রে এই মাঠ যথেষ্ট চ্যালেঞ্জিং। তবুও আমরা দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে খেলেছি।‌ দলের খেলোয়াড়দের সক্রিয়তায় আমরা সফল হয়েছি। তবে আমরা মাঠ পরিবর্তন করার কথা বলেছিলাম। তবে যখন তা সম্ভব হয়নি, আমাদের খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেজন্য, সিনিয়র দল থেকে কোনো ফুটবলারদের আনা হয়নি। তবে আমরা ম্যাচ জিতে কোয়ালিফাই করেছি।  এটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এখন কটা দিন বিশ্রাম থাকবে। তারপর সমস্ত কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, ইস্টবেঙ্গল ম্যাচ অমীমাংসিত থাকায় পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করে যায় অ্যাডামাস ইউনাইটেড। যা নিয়ে খুশি প্রতিপক্ষ দলের ফুটবলাররা।