Mohun Bagan Gears Up: জামশেদপুর ম্যাচের আগেই বল পায়ে অনুশীলনে হ্যামিল

Brendan Hamill,

চলতি মরশুমে ও ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও যথেষ্ট চনমনে দলের ফুটবলাররা। এবারের প্লে-অফে নিজেদের স্থান অনেক আগেই নিশ্চিত করে ফেলেছে ময়দানের এই প্রধান। তবে এবারের এই মরশুমে লিগশিল্ড জয় করাই অন্যতম লক্ষ্য সকলের।

Advertisements

উল্লেখ্য, গত ওডিশা ম্যাচ জিততে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে আসতো সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ফুটবলারদের একাধিক সহজ সুযোগ নষ্টের দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। তবে সেইসব নিয়ে এখন খুব একটা ভাবছেন না কোচ। পরবর্তী ম্যাচে জয় ফেরাই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। এসবের মাঝেই অনুশীলনে নেমে পড়েছেন ব্রেন্ডন হ্যামিল।

   

যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জোগাবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আগামী ১লা মার্চ নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান দল। এই ম্যাচ জিতে পুনরায় শিল্ড জয়ের পথ প্রশস্ত করতে চাইবে শুভাশিসরা।  সেই মর্মে গোটা দলকে অনুসরণ করাচ্ছেন বাগান কোচ। অধিনায়ক থেকে শুরু করে আশিস রাই কিংবা হেক্টর ইউৎসের মত ফুটবলারদের রক্ষণভাগে রাখার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের রেখেই ৩ পয়েন্ট তুলে আনার ছক কষবেন বাগানের হেড স্যার।

এক্ষেত্রে বাড়তি পাওনা হতে পারে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলের রিকভারি। উল্লেখ্য, গত ডার্বি ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারকে। বর্তমানে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তিনি। গত সোমবার থেকেই ভয় পায় নেমে পড়েছেন অনুশীলনে। সব ঠিকঠাক চলতে থাকলে খুব শীঘ্রই মাঠে ফিরতে পারেন হ্যামিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements