East Bengal: ওডিশা ম্যাচের আগে গুরু দায়িত্ব পাওয়ার সম্ভাবনা সায়নের

গত কয়েক বছরের মতো এবারের আইএসএলেও খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। টুর্নামেন্টের প্রথম লেগে শেষে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হয়েছিল তাদের। দ্বিতীয়…

Kalinga Super Cup Triumph: East Bengal's Rising Star Sayan Banerjee Calls Home in Celebration

গত কয়েক বছরের মতো এবারের আইএসএলেও খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। টুর্নামেন্টের প্রথম লেগে শেষে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হয়েছিল তাদের। দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়ানোর ভাবনা থাকলেও এখনো পর্যন্ত খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি ফুটবলারদের পক্ষে।

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে মাঠ ছাড়লেও দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে হোঁচট খেতে হয়েছিল ক্লেটনদের। পরবর্তীতে সেই একই ধারা বজায় ছিল মুম্বাই ম্যাচে। যারফলে, এই ফুটবল টুর্নামেন্টের প্রথম ছয়ে থাকার সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করে। খেতাব জয়ের দৌড়ে টিকে থাকতে হলে আগামীর অধিকাংশ ম্যাচই জিততে হবে দলকে। এসবের মাঝেই ম্যাচের আগে সাংবাদিক সন্মেলনে দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন সায়ন ব্যানার্জী।

আগামী ২৯ ফেব্রুয়ারি কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হবে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল। বিশেষ সূত্র মারফত খবর, দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের তরফ থেকে প্রতিনিধি হিসেবে পাঠানো হতে পারে দলের এই তরুণ ফুটবলারকে।

উল্লেখ্য, আইএসএলে টিকে থাকতে হলে বর্তমানে সবকটি ম্যাচই যথেষ্ট গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে। অ্যাওয়ে ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হওয়ার পর নিজেদের ঘরের মাঠে ছন্দ ফিরে পেয়েছে সৌভিকরা। নন্দকুমারের গোলে দল পরাজিত করেছে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে। এবার অ্যাওয়ে ম্যাচে ও জয় পাওয়ার পরিকল্পনা রয়েছে মহেশদের। তবে সুপার কাপের পাশাপাশি আইএসএলের মত ফুটবল টুর্নামেন্টে দলের তরুন প্রতিভাদের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে সমর্থকদের।

যাদের মধ্যে অন্যতম সায়ন ব্যানার্জি। কাপ জয়ের পর এবারের আইএসএলের ডার্বি ম্যাচেও যথেষ্ট নজর কেড়েছিলেন এই ফুটবলার। তার ঝাঁঝালো পারফরম্যান্স একাধিকবার চাপে ফেলে দিয়েছে প্রতিপক্ষ দলগুলিকে। এছাড়াও পিভি বিষ্ণু এবং অজয় ছেত্রীর সক্রিয়তা ও ছিল যথেষ্ট প্রশংসনীয়। তাই দলের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে‌ এই তরুণ ফুটবলারদের দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না।