Bengaluru: রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী জিততেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বিধানসভায়

Bengaluru: রাজ্যসভা ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী নাসির হুসেন। জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। পিছনে তাঁর অনুগামীরা স্লোগান দিচ্ছেন। এমন সময়েই শোনা গেল, পাকিস্তান জিন্দাবাদ।…

Pakistan Zindabad slogan in the assembly as the Congress candidate wins in the Rajya Sabha ​

Bengaluru: রাজ্যসভা ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী নাসির হুসেন। জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। পিছনে তাঁর অনুগামীরা স্লোগান দিচ্ছেন। এমন সময়েই শোনা গেল, পাকিস্তান জিন্দাবাদ।

এ ছবি দক্ষিণের রাজ্য কর্নাটকের। ওই রাজ্যের বিধানসভার মধ্যেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি kolkata24x7।

বিজেপির দাবি কংগ্রেস সাংসদ নাসির হুসেনের অনুগামীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, অনুগামীরা নাসির হুসেন জিন্দাবাদ স্লোগান দিয়েছিল।

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বিতর্কে বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “বিধানসভার মধ্যে নাসির হুসেনের অনুগামীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। ভিডিওতে তা স্পষ্ট। তারপরেও কংগ্রেস সাংসদ অস্বীকার করছেন।” তিনি আরও বলেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘনিষ্ঠ নাসির হুসেন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে কংগ্রেস কোনও ব্যবস্থা না নিলে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে বিজেপি।”

কয়েক বছর আগে হিজাব বিতর্কে তোলপাড় হয় কর্নাটক। যার ফসল ঘরে কংগ্রেস। বিধানসভা ভোটে বিজেপি পরাস্ত হয়। তারপর সম্প্রতি কংগ্রেস সরকারের মন্দিরের উপর কর চাপানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে নতুন বিতর্ক। তাও আবার লোকসভা ভোটের মুখে।