রেফারিং নিয়ে উঠছে লাগাতার ক্ষোভ। Durand Cup-এ ধারাবাহিকভাবে রেফারিদের বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কের আকার ধারণ করেছিল। কলকাতা ফুটবল লীগেও সেই একই ছবি। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মোহন বাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের কোচ বাস্তব রায়।
বৃহস্পতিবার কলকাতা ফুটবল লীগের (Calcutta Football League) ম্যাচে ছিল মিনি ডার্বি। কল্যাণীর মাঠে মুখোমুখি হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার ফল ২-২। ম্যাচ জিততে না পারলেও সবুজ মেরুন ব্রিগেডের জুনিয়র ফুটবলারের খেলার প্রশংসা করছেন ফুটবল প্রেমীরা। বাস্তব রায়ের মতে, জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার অন্যতম কারণ রেফারি প্রাঞ্জল ব্যানার্জি।
ভারতীয় ফুটবলের অন্যতম সফল রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। প্রচুর ম্যাচ খেলানোর অভিজ্ঞতা তার রয়েছে। কলকাতা ময়দানের ফুটবল প্রেমীদের মধ্যেও তিনি জনপ্রিয়। বৃহস্পতিবার সেই প্রাঞ্জলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বাস্তব রায়।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “রেফারির বেশ কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। যার ফলে স্কোরলাইন ২-২। ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ম্যাচের শেষের দিকে চাপ বেড়েছিল আমাদের ওপর। নিশ্চিত পেনাল্টি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। উল্টে হলুদ কার্ড দেখানো হয়েছে কিয়ান নাসিরিকে। যাইহোক, ওরাও ( মহামেডান স্পোর্টিং ক্লাব) গোল করেছে, ভালো খেলা হয়েছে।”