Jamshedpur FC: ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে এবার দলে টানল জামশেদপুর

গত আইএসএল মরশুমটা খুব একটা মধুর ছিল না জামশেদপুর (Jamshedpur FC) দলের কাছে। প্রথমদিকে দাপুটে মেজাজে দেখা গেলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব।

Semboi Haokip

গত আইএসএল মরশুমটা খুব একটা মধুর ছিল না জামশেদপুর (Jamshedpur FC) দলের কাছে। প্রথমদিকে দাপুটে মেজাজে দেখা গেলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব। যারফলে, শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করে একবারের এই লিগশিল্ড জয়ীরা।

তবে সুপার কাপে বুথরয়েডের হাত ধরে এগোতে শুরু করলেও সেমিতেই ছিটকে যেতে হয় তাদের। তবে এবার স্কট কুপারের তত্ত্বাবধানে নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর এফসি। সেইজন্য গত মরশুমের পর থেকেই নতুন করে দল গঠনের কাজে হাত দেয় আইএসএলের এই দল।

   

শেষ আইএসএলে তাদের দলের হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলারদের পাশাপাশি বিদেশি তারকা অ্যালেন স্টেভানোভিচ থেকে শুরু করে রেই তাচিকাওয়া, জেরেমি মানজোরো ও এলসিনহোর মতো ফুটবলারদের আগমনে এবার যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে জামশেদপুর দল। সেইসাথে উইংগায়াম মুইরাং থেকে শুরু করে প্রোভাত লাকরা ও ইমরান খানের মতো উদীয়মান ডিফেন্ডারের উপস্থিতি যেন বাড়তি অক্সিজেন যোগ করেছে স্কোয়াডে। তবে মূল ফুটবল টুর্নামেন্টের আগে প্রি সিজনের মাধ্যমে খেলোয়াড়দের ভালো করে দেখে নিতে চান দলের কোচ।

এসবের মাঝেই এবার ইস্টবেঙ্গল দলের এক প্রাক্তন ফুটবলারকে দলে টানল জামশেদপুর এফসি। তিনি থংখোসিয়েম হাওকিপ। একটা সময় লাল-হলুদ জার্সিতে ঝড় তুলতে দেখা গিয়েছিল এই তারকা ফুটবলারকে। এছাড়াও বেঙ্গালুরু এফসির হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। এবারের এই নয়া মরশুমে হাওকিপকের উপরেই ভরসা রাখল জামশেদপুর। যতদূর জানা গিয়েছে, আসন্ন দুইটি মরশুমের জন্য দলের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার।