মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে ১০ কোটি টাকা ভর্তুকির অভিযোগ

ফের দুর্নীতির অভিযোগ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পরিবারের উপর। কংগ্রেস নেতা গৌরব গগৈ দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে। সরকারি ১০ কোটি টাকা পাওয়ার…

ফের দুর্নীতির অভিযোগ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পরিবারের উপর। কংগ্রেস নেতা গৌরব গগৈ দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে। সরকারি ১০ কোটি টাকা পাওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার অসমের মুখ্যমন্ত্রীর। অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। রিনিকি ভূঁইয়া শর্মা ও তার কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিযোগ বেআইনিভাবে সরকারি ১০ কোটি টাকা ভর্তুকি পাওয়ার। তবে এই গোটা বিষয়টি অস্বীকার করেছেন বিজেপি নেতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কিষান সম্পদ’ প্রকল্পে বেআইনি ভাবে ১০ কোটি টাকা ভর্তুকি পাওয়ার অভিযোগ। বিজেপি নেতার স্ত্রীয়ের বিরুদ্ধে। সেই নিয়ে অসমে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অসমের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বিজেপি নেতা এবং তার পরিবারের দিকে অভিযোগের তির ছুড়েছেন। 

এ বিষয়ে নথিপত্র পেশ করেও কংগ্রেস সাংসদ জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর ‘কিষান সম্পদ’ প্রকল্পের ভর্তুকির টাকা প্রভাব খাটিয়ে অসমের মুখ্যমন্ত্রী নিজের পরিবারের জন্য বন্দোবস্ত করেছেন”। তবে অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ নতুন নয়।

এর আগে ২০২১ সালে রিনিকি ভূঁইয়া শর্মা ও তার পুত্র নন্দিলের নির্মাণ সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে ২৯ বিঘা সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল। এরপর চলতি মাসে জানা যায় হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর নগাঁও জেলার কলিয়াবরে দারগাজি গ্রামের পাঁচ বাসিন্দার কাছ থেকে ৫০ বিঘা দু কাঠা কৃষি জমি কেনেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি।

সিলিং আইন অনুযায়ী কেউ ৪৯.৫ বিঘার বেশি কৃষিজমির মালিক হতে পারেন না। সেখানে এই কৃষি জমির চরিত্র বদলে খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কৃষি সম্পদ প্রকল্প থেকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য নেয়। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট সংস্থা বেআইনিভাবে ১০ কোটি টাকা আদায় করে। তবে কংগ্রেস নেতার অভিযোগ অস্বীকার করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ” আমার স্ত্রী যে কোম্পানির সঙ্গে যুক্ত সেই সংস্থার কেউই সরকারের কাছ থেকে কোনও আর্থিক ভর্তুকি নেয়নি।