পল পোগবা ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হলেও তাঁর ভাই ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba) এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নতুন চুক্তিপত্রে সই করেছেন তিনি। ফরাসি তারকা এনগোলো কান্তের ক্লাবে যোগ দিয়েছেন মোহনবাগানে (Mohun Bagan) খেলে যাওয়া ফ্লোরেন্টিন পোগবা।
ডুরান্ড কাপের আগে কী বললেন বাস্তব রায়? জানুন
জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা বেলজিয়াম ফুটবলের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা রয়্যাল এক্সেলসিয়র ভিরটনের (Royal Excelsior Virton) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। উল্লেখযোগ্য ব্যাপার হল, ২০২৩ সাল থেকে রয়্যাল এক্সেলসিয়র ভিরটনের মালিক ফ্রান্স জাতীয় দলের মিডফিল্ডার এনগোলো কান্তে। যার আগে পল পগবার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল।
View this post on Instagram
East Bengal FC: ইস্টবেঙ্গলে হেক্টর ইয়ুস্তে?
গত মরসুমে, ভার্টন তৃতীয় বিভাগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে শেষ করেছিল। ফ্লোরেন্টিন পোগবার শেষ ক্লাব ছিল এটিকে মোহনবাগান। তিনি এর আগে সেন্ট-এটিয়েন, সোচাক্স, আটলান্টা ইউনাইটেড এবং গেনলারবিরলিগির হয়ে খেলেছেন। অনেক আশা করে ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়েছিল এটিকে মোহন বাগান। কিন্তু চোটের কারণে মরসুমের মাঝপথে ফিরে গিয়েছিলেন দেশে। মাঠে নেমেও যে দারুণ কিছু করে দেখিয়েছিলেন এমনটা নয়। বলা ভালো আশায় জল ঢেলেছিলেন পোগবা।