Mohun Bagan: গোকুলাম ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন তিরি, কী বলছেন এই তারকা?

Mohun Bagan footballer Tiri

চলতি সিজনে আইএসএল জেতার পর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। টুর্নামেন্টের প্রথম দিকে যাদের নকআউট খেলা নিয়ে সংশয় ছিল তারাই এবারের ভারতসেরা। সেই আনন্দের ঘোর এখনো কাটেনি সবুজ-মেরুন সমর্থকরা। তবে সেই নিয়ে আর ভাবতে চাননা বাগান হেডস্যার হুয়ান ফেরেন্দো।

East Bengal FC: লোবেরাকে নিশ্চিত করার পর দল গঠনের চমক শুরু লাল-হলুদের, কারা আসছেন?

   

এখন সুপার কাপ যেতাই একমাত্র লক্ষ্য তার। কারন এই টূর্ণামেন্ট জিতলেই এফসি কাপের ছাড়পত্র পাবে এটিকে মোহনবাগান। তাই চলতি মাসের ২ তারিখ থেকেই অনুশীলনে নেমে পড়েছিল গোটা সবুজ-মেরুন দল। প্রথম দিকে দলের তারকা ফুটবলারদের না পাওয়া গেলেও ধীরে ধীরে দলের সঙ্গে যুক্ত হন সকলেই। দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস ও কেরালা উড়ে যাওয়ার আগে যুক্ত হয়েছিলেন দলের সাথে।

Sergio Lobera: লোবেরার হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল, কতটা সফল এই কোচ?

এমনি বাদ যাননি তিরি। উল্লেখ্য, গত টুর্নামেন্টে গোকুলাম কেরালার ম্যাচেই খেলতে গিয়েই চোট পেতে হয়েছিল এই স্প্যানিশ ফুটবলার কে। যারফলে সবুজ-মেরুন জার্সিতে খেলতে পারেননি এবারের আইএসএল। একইভাবে চোট ছিল ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকোর। বর্তমানে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তিনি। তবে এবারের সুপার কাপে কাউকো কে দেখা না গেলেও দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিরি।

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের দম বন্ধ হয়ে যাচ্ছে, মাথাব্যাথা নেই এই কোটিপতি খেলোয়াড়দের

বর্তমানে পুরোপুরি ফিট বাগানের এই ফুটবলার। গতকাল সুপার কাপের প্রথম ম্যাচ ও খেলেছেন তিনি। যারফলে, ৩২৬ দিন পর মাঠে ফিরলেন এই তারকা ফুটবলার। প্রতিপক্ষ সেই গোকুলাম। যাদের সাথে খেলতে গিয়ে ছিটকে যেতে হয়েছিল তাকে।

Mohun Bagan: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোহনবাগানে যোগ দিচ্ছেন এই ভারতীয় ডিফেন্ডার

গতকাল লিস্টন-মনবীর-কিয়ানদের দাপটের সামনে কার্যত উড়ে যেতে হয়েছে গোকুলাম কেরালা কে। সার্জিও রা একবার বাগান ডিফেন্স ভাঙতে সক্ষম হলে প্রীতম – তিরি ও স্লাভকোদের অতিক্রম করে আর এগোনো সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে, ৫-১ গোলে পরাজিত হতে হয়েছে গোকুলাম কেরালা কে। এরপরেই সেই ম্যাচ নিয়ে তিরি বলেন, আজ আমি প্রচন্ড খুশি। বহুদিন পর আবার মাঠে ফিরেছি। তাও আবার সেই দলের বিরুদ্ধে যাদের সাথে লড়াই করতে গিয়ে ছিটকে যেতে হয়েছিল। তবে ফিরে আসার লড়াইয়ে বাড়ির সকল সদস্যদের পাশাপাশি দলের সতীর্থদের ও ব্যাপক সাহায্য পেয়েছি।

#MohunBagan #GokulamKerala #Football #Controversy #Tiri #PostMatchComments

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন