Football News: মোহনবাগানকে গোল দিচ্ছে ইস্টবেঙ্গল

লড়াইটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। কারণ এই দুই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে অভাবনীয় আবেগ। কখনও মনে হতে পারে মোহনবাগানের (Mohun Bagan) থেকে এগিয়ে ইস্টবেঙ্গল (East Bengal)

East Bengal and Mohun Bagan

লড়াইটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। কারণ এই দুই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে অভাবনীয় আবেগ। কখনও মনে হতে পারে মোহনবাগানের (Mohun Bagan) থেকে এগিয়ে ইস্টবেঙ্গল (East Bengal), আবার কখনও হয়তো মনে হবে মোহনবাগান এগিয়ে ইস্টবেঙ্গল পিছিয়ে। এবারের খাতায় কলমে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের দল অনেক ভারী। তবে একটি ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে টেক্কা দিচ্ছে।

আধুনিক সময়ে মাঠে খেলার পাশাপাশি মাঠের বাইরেও বজায় রাখতে হয় পেশাদারিত্ব। মোহন বাগান সুপার জায়ান্ট দেশের অন্যতম পেশাদার মনোভাব সম্পন্ন ক্লাব বলে পরিচিত। দল বদলের বাজারে বিভিন্ন ক্লাবের অন্দর থেকে যখন খবর বাইরে বেরিয়ে আসে, সবুজ মেরুন শিবির তখন নিশ্ছিদ্র দূর্গ। বাইরে কোনো খবর বেরিয়ে আসার জো থাকে না। সময় মতো সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে দল বদল খবর- অমুক তারকাকে রেকর্ড মূল্যে দলে তুলে নিল বাগান। এদিক থেকে ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে । ইস্টবেঙ্গল সম্পর্কিত খবর ময়দানে হরদম শোনা যায়। যার কিছু ঠিক কিছু ভুল।

বিগত কয়েক মরসুমে বল পায়ে লাল হলুদ ব্রিগেডকে টেক্কা দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু মাঠের বাইরের সামাজিক মাধ্যমে ফলাফল অন্য। এবারের দল বদলের মরসুম ঘটনা বহুল। মোহন বাগান সুপার জায়ান্ট দল বদলের বাজারে টাকা উড়িয়ে বাজার গরম করে রেখেছে। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পেজে একেবারে শীতলতা। সবুজ মেরুনের দুটি পেজ রয়েছে – একটি মোহনবাগান এবং অন্য একটি মোহন বাগান সুপার জায়ান্ট নামে। দুই পেজ থেকেই আধুনিক কায়দায় সেই অর্থে করা হচ্ছে না ফুটবলারদের নিয়ে ভিডিও ক্লিপ কিংবা বিভিন্ন পোস্ট। তুলনায় মাঠের ফল যেমনই হোক না কেন ইস্টবেঙ্গলের পেজ খুব অ্যাকটিভ।

আধুনিক ফুটবলে সামাজিক মাধ্যম খুব জরুরী। সে ব্যাপারে ইস্টবেঙ্গলের পেজ যথেষ্ট সক্রিয় মেনে নিতে হয়। এছাড়াও ইন্ডিয়ান সুপার লীগের বেশ কিছু দলের পেজ সুনামের সঙ্গে কাজ করছে। মোহনবাগান সমর্থকদের একাংশ একটু ক্ষুণ্ন, হয়তো আরো ভালো কিছু করা যেতে পারতো পেজে।