এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে যথেষ্ট সক্রিয় ছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তবে পরবর্তীতে তাদের পিছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে যায় মুম্বাই সিটির মতো ক্লাবগুলি। টুর্নামেন্টের শিল্ড জয়ের দৌড়ে দল না থাকলেও অনায়াসেই তারা কোয়ালিফাই করে যায় আইএসএলের প্লে-অফে।
গতবারের হতাশা ভুলে এবার খেতাব জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। শক্তিশালী ওডিশা এফসির কাছে এক গোলের ব্যবধানে পরাজিত হয়ে এ বছর ছিটকে যেতে হয় তাদের। যদিও পরবর্তীতে খুব একটা এগোতে পারেনি সার্জিও লোবেরার ওডিশা ফুটবল ক্লাব। মোহনবাগানের কাছে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে তাদের।
যা নিঃসন্দেহে হতাশ করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের সমর্থকদের। ইতিমধ্যেই তারা ছাঁটাই করেছে দলের কোচ ইভান ভুকমানোভিচকে। গত কয়েক মরশুমে তার উপর ভরসা রেখেই আইএসএলে লড়াই করেছিল কেরালা। তবে এবার আসল বদল। যদিও কি হবে এই দলের নতুন কোচ তা এখনো চূড়ান্ত নয়।
এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য। কেরালা দলের এক মিডফিল্ডারের দিকে নজর পড়েছে মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দলের। উল্লেখ্য, তার সঙ্গে আরও কিছুটা সময়ের চুক্তি থাকলেও নিজেই নাকি আর কেরালায় থাকতে চাননা এই ফুটবলার। তার অনুপস্থিতিতে দলের মধ্যে যে প্রভাব আসবে তা কিন্তু বলাই চলে। তবুও তাকে নিজেদের দলে ধরে রাখার পরিকল্পনা থাকবে কেরালা ম্যানেজমেন্টের ।
হিসেব অনুযায়ী দেখলে আগামী ২০২৫ সাল পর্যন্ত দক্ষিণের ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে এবার এই ফুটবলারকে নাকি ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে সবুজ-মেরুন শিবির। সেক্ষেত্রে মাঝ মাঠে আরো অনেকটাই শক্তি বাড়াবে মেরিনার্সরা। আদৌ তিনি মোহনবাগানে আসবেন কিনা তা পরিষ্কার হয়ে যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে।