মঙ্গল থেকে মিলবে ISL ফাইনালের টিকিট

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেমিতে ওডিশা এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে পরাজিত হতে হলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয় ছিনিয়ে…

Mohun Bagan vs Mumbai City FC

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেমিতে ওডিশা এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে পরাজিত হতে হলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি সবুজ-মেরুনের। অজি বিশ্বকাপার জেসান কামিন্সের পাশাপাশি ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদের গোলে সহজ জয় আসে হাবাসের ছেলেদের।

যা নিয়ে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। এই ম্যাচে জয় পাওয়ার দরুণ আইএসএলের ফাইনাল এবার অনুষ্ঠিত হতে চলেছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বুকে। এখন সেদিকেই নজর সকলের। প্রিয় দলের জয় সুনিশ্চিত হওয়ার ফলে এখন ফাইনালের দিকে নজর মেরিনার্সদের।

   

কিন্তু কবে থেকে মিলবে টিকিট? সেই নিয়েই দেখা দিয়েছিল জল্পনা। অবশেষে জানা গেল এবার। যতদূর জানা গিয়েছে, আগামী মঙ্গলবার থেকেই অনলাইনে মিলবে আইএসএল ফাইনালের টিকিট। অর্থাৎ আগামীকাল থেকেই ফাইনাল ম্যাচের টিকিট কাটতে পারবেন দলের সমর্থকরা। তারপরেই সবুজ-মেরুন তাঁবুতে বিক্রি হবে এই ম্যাচের টিকিট।

ঘরের মাঠে ফাইনাল খেলার ফলে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। গতবারের রেকর্ড ধরে এবছর ও খেতাব জয়ের লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে, গতবারের হতাশা ভুলে এবার খেতাব জয়ের টার্গেট মুম্বাইয়ের।

উল্লেখ্য, গত মরশুমে আইএসএল সেমিফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে সাডেন ডেথে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল রাহুল দের। এবার খেতাব জয়ের লক্ষ্য তাদের।