Mohun Bagan: গোয়া ম্যাচের আগে অনুশীলনে আনোয়ার আলী

Anwar Ali

আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে এফসি গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। হায়দরাবাদ ম্যাচে জয় লাভ করার পর এই ম্যাচে ও জয় তুলতে চাইবে মেরিনার্সরা। এই ম্যাচ জিততে পারলেই নিজেদের পুরোনো ছন্দে ফিরে আসবে মোহনবাগান। তাই এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বর্তমান বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বর্তমানে আইএসএল পয়েন্ট টেবিলের প্রথম দিকেই ঘোরাফেরা করছে এফসি গোয়া। তাদের ঠিক কিছুটা পরেই রয়েছে মোহনবাগান দল।

তাদের আটকাতে পারলেই এবারের লিগশিল্ড জয়ের অনেকটা কাছে চলে আসবে মেরিনার্সরা। হায়দরাবাদ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে মোহনবাগান ফুটবল দল। তার দরুন ম্যাচের প্রথম দিকেই চলে আসে গোল। তারপর প্রথমার্ধের শেষে আরেকটি গোল। দুই গোলেই এগিয়ে থাকে মোহনবাগান।

   

পরবর্তীতে হায়দরাবাদ দল আক্রমণ শানালেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তবে দলের খেলায় খুশি সকলেই। দিমির কথা থেকেই প্রতিপক্ষ দল যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে। তবে দলের জয় আশায় সকলেই খুশি। তাছাড়া জনি কাউকে মত ফুটবলার যদি দলে ফিরতে পারে, তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মোহনবাগান।

সেই ধারা বজায় রেখেই‌ এবার গোয়া বধ করতে চাইছে মোহনবাগান। দীর্ঘ প্রতিক্ষার পর ‌এবার বল পায়ে মাঠে নেমেছেন আনোয়ার আলী। নিজের চোট সমস্যার জন্য বহুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল এই তারকাকে। এবার আনোয়ার আলী মাঠে ফিরতেই রক্ষনভাগ যে আরও শক্তিশালী হবে তা কিন্তু বলাই চলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন