I-League: সাহিলের ৪ গোল, ইউনাইটেড স্পোর্টসের ৫ তারা জয়

রাজার মতো ফেরা। আই লীগের দ্বিতীয় ডিভিশনে (I-League Second Division) জয়ের সরণিতে ফিরল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোল। সাহিল হরিজন একাই দিলেন ৪…

United Sports Club Bounces Back

রাজার মতো ফেরা। আই লীগের দ্বিতীয় ডিভিশনে (I-League Second Division) জয়ের সরণিতে ফিরল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোল। সাহিল হরিজন একাই দিলেন ৪ গোল। দ্যা অরেঞ্জ এফসির বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছে ইউনাইটেড স্পোর্টস।

সোমবার আরব সাগরের তীরে নিজেদের প্রমাণ করার ম্যাচে নেমেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। পরপর ম্যাচে প্রত্যাশা মতো ফলাফল না করে দেওয়ালে এক প্রকার পিঠ ঠেকে গিয়েছিল পার্পল ব্রিগেডের। সেখান থেকে বাউন্স ব্যাক। ম্যাচের প্রথম বাঁশি বাজার কিছুক্ষণের মধ্যে গোল। প্রতিপক্ষ দ্যা অরেঞ্জ এফসি কিছু বুঝে ওঠার আগে সাহিলের গোল।

   

ম্যাচ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে তিনটে গোল হল নবি মুম্বইয়ের মাঠে। যার মধ্যে সাহিল হরিজনের জোড়া গোল। তাঁর পরের গোল দুটো বিরতির পর। ম্যাচের ২ ও ৮ মিনিটে গোল করার পর ৫৯ ও ৯০+৪ মিনিটে আরও দুটো গোল করেন তিনি। ইউনাইটেড স্পোর্টসের হয়ে একটা গোল সঞ্জীব মণ্ডলের।

এক ম্যাচে হ্যাটট্রিক সহ চার গোল করার পর সাহিল বলেছেন, “পরপর তিন ম্যাচে আমরা জিততে পারেনি। যেনতেন প্রকারে আজকের ম্যাচ জিতার জন্য আজকে মাঠে নেমেছিলেন। গোল করতে পেরে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।”

বিরতির আগে কিছুটা অবিন্যস্ত ফুটবল দেখা গিয়েছিল দুই দলের তরফে। বিশেষত অরেঞ্জ এফসির খেলা ছিল এলোমেলো। বিরতির পর নিজেদের আরও সংবদ্ধ করে নেয় ইউনাইটেড স্পোর্টস। “প্রথমার্ধের খেলায় আমাদের খেলায় যে ভুল ত্রুটি হয়েছিল কোচ আমাদের সেটা বুঝিয়েছেন। বিরতির সময় নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন কোচ। মাটিতে বল রেখে খেলার চেষ্টা করেছি আমরা”, বলেছেন সাহিল।

বড় ব্যবধানে ম্যাচ জিতলেও সঞ্জীবের চোট ইউনাইটেড স্পোর্টসের চিন্তার কারণ হয়ে উঠেছে। দলের মাঝমাঠের অন্যতম চালিকা শক্তি এই সঞ্জীব।