Anwar Ali: কোথায় নিজের রিহ্যাব সারবেন আনোয়ার? জানুন

Anwar Ali

এবারের এএফসি কাপের প্রথম লেগের তৃতীয় ম্যাচে বাংলাদেশের শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান দেশের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী (Anwar Ali)। ফুটবলে শট মারতে গিয়ে আচমকাই বাঁ মাটিতেই পড়ে যান এই তারকা। যা দেখে অবাক হয়ে যায় সকলেই। পরবর্তীতে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে পরবর্তীতে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে হয় তাকে।

Advertisements

এমনকি সেই ম্যাচের শেষ হতেই সতীর্থ ফুটবলারদের ক্লাবের মেডিক্যাল টিমের তৎপরতায় টিম বাসে উঠে আসেন দলের এই দাপুটে ডিফেন্ডার। যা দেখে রীতিমতো কপালে ভাঁজ পড়ে যায় সকলের। তার ঠিক কয়েকদিন পরেই পায়ের স্ক্যান করা হয় এই দাপুটে ডিফেন্ডারের। সেই রিপোর্ট আসতেই চিন্তা আরও বেড়ে যায় সকলের। বলতে গেলে রিপোর্ট দেখে খুব একটা খুশি হতে পারেনি কেউ। খুব একটা ভালো আসেনি এই ফুটবলারের। তাই চিন্তা যেন আরও কয়েক গুন বেড়ে গিয়েছে সকলের।

   

বর্তমানে যা পরিস্থিতি তাতে আসন্ন জানুয়ারির আগে মাঠে ফেরা সম্ভব নয়। যারফলে, তাকে বাদ দিয়ে এখন প্রথম একাদশ সাজানোই মূল লক্ষ্য বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। তবে সময় এগোনোর সাথে সাথে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন আনোয়ার আলী। এবার নিজের রিহ্যাব সারতে শুরু করবেন এই দাপুটে ডিফেন্ডার। তবে সবুজ-মেরুনে এখনি নয়। মিনার্ভা অ্যাকাডেমি থেকে নিজের প্রস্তুতি শুরু করবেন জাতীয় দলের এই ডিফেন্ডার। আপাতত নিজের বাড়িতে থাকলেও সপ্তাহ দুয়েকের মধ্যেই পায়ের প্লাস্টার খোলা হবে এই তারকার। এরপর থেকে ফের নিজের কাজ শুরু। যেখানে মূলত পায়ের পেশীকে আরও সক্রিয় করার মূল লক্ষ্য তার। এক্ষেত্রে তাকে যথেষ্ট সাহায্য করতে চলেছেন মিনার্ভা পাঞ্জাব দলের কর্নধার রঞ্জিত বাজাজ।

Advertisements

উল্লেখ্য, একটা সময় ফুটবল ক্যারিয়ার যখন শেষের পথে ছিল এই তারকার, তখন আনোয়ারের সঙ্গ দিয়েছিলেন রঞ্জিত বাজাজ। ফুটবলের জগতে ফিরিয়ে এনেছিলেন এই তারকাকে। এবার ও এই ডিফেন্ডারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়ালেন তিনি।