বিশ্বকাপ ২০২৩- এ (World Cup 2023) ভারতকে থামানো অসম্ভব হয়ে পড়েছে। প্রত্যাশা মতো নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত জিতেছে। দীপাবলির বলির দিন আয়োজিত এই ম্যাচে রেকর্ডের রং মশাল। ১৬০ রানে ম্যাচ জিতেছে ভারত।
এদিনের ম্যাচে একের পর এক রেকর্ড ভেঙেছে ও গড়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৪১০ রানের বিশাল স্কোর খাড়া করে দল। পড়েছে মাত্র চার উইকেট। ভারতের হয়ে তিনজন করেছেন অর্ধশত রান। দুজন করলেন শতরান। অর্ধশত রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা (৬১ রান), শুভমন গিল (৫১ রান) ও বিরাট কোহলি (৫১ রান)। সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার (অপরাজিত ১২৮ রান) ও লোকেশ রাহুল (১০২ রান)।
আট ম্যাচের মধ্যে আট ম্যাচ জিতেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। অনেকে ভেবেছিলেন আপাতভাবে নিয়ম রক্ষার এই ম্যাচে প্রথম একাদশে কিছু বদল করবেন রোহিত শর্মা, সুযোগ দেবেন রিজার্ভে থাকা ক্রিকেটারদের। তেমনটা হয়নি। পূর্ণ শক্তির দল নিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া।
ফর্মে থাকা ভারতের বিরুদ্ধে টিকতে পারল না ডাচরা। ভারতের তৈরি করা রানের পাহাড়ে চাপা পড়ল তারা। মাত্র ২৫০ রানে শেষ নেদারল্যান্ডসের ইনিংস। দুটি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। তিন ওভার বল করে একটি উইকেট নিয়েছেন বিরাট কোহলি।