আরও এক বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করল Mohun Bagan

আরও একজন ফুটবলারকে চূড়ান্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সোশ্যাল মিডিয়ায় সই সংবাদ দিয়েছে সবুজ মেরুন শিবিরে। বাগানে চূড়ান্ত হলেন আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodríguez)।…

Mohun Bagan confirms Alberto Rodríguez

আরও একজন ফুটবলারকে চূড়ান্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সোশ্যাল মিডিয়ায় সই সংবাদ দিয়েছে সবুজ মেরুন শিবিরে। বাগানে চূড়ান্ত হলেন আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodríguez)। বিগত কয়েক দিনের জল্পনার অবসান। মোহনবাগান সুপার জায়ান্টে চূড়ান্ত হলেন আলবার্তো রদ্রিগেজ। আলবার্তো চূড়ান্ত হওয়ার ফলে আরও মজবুত হল সবুজ মেরুন ব্রিগেডের রক্ষণভাগ। টম অলড্রেডের পর আলবার্তোকে নিশ্চিত করল মোহনবাগান সুপার জায়ান্ট।

   

গ্রিসের জাতীয় দলে খেলা স্ট্রাইকার খেলবেন ISL?

আলবার্তো রদ্রিগেজ স্প্যানিশ সেন্টার ব্যাক। দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী এই ক্লাবে। নতুন মরসুমে খেলবেন হোসে মোলিনার কোচিংয়ে। স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেডের সঙ্গে রক্ষণভাগে জুটি বাঁধবেন আলবার্তো।

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জোসে মোলিনা রদ্রিগেজের। স্প্যানিশ ডিফেন্ডারের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক। তিনি রক্ষণভাগকে মজবুত করার পাশাপাশি আক্রমণ শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’

 

আরও একজনকে বিদায় জানাল East Bengal

মোহনবাগানের ফ্যানবেস এবং ইন্ডিয়ান সুপার লিগে ক্লাবে সাম্প্রতিক সাফল্যের ব্যাপারে রদ্রিগেজ ওয়াকিবহাল। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর তিনি বলেছেন, ‘আমি বহু বছর ধরে আইএসএলের ম্যাচগুলো পর্যবেক্ষণ করে আসছি। গত মরসুমে মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ জয়ের অভিযান প্রত্যক্ষ করা ছিল চিত্তাকর্ষক। তবে ক্লাবের প্রতি মোহনবাগান সমর্থকদের আবেগ দৃষ্টি আকর্ষণ করেছিল। এমন আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলা সব সময়ই সেরা পারফরম্যান্স করার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে।’