Mohun Bagan: ওডিশা ম্যাচের আগে রুদ্ধদ্বার অনুশীলন সবুজ-মেরুনের

গত ফুটবল সিজেনের শেষে বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা দেখে চমকে গিয়েছিল সকলেই।

Mohun Bagan SG

গত ফুটবল সিজেনের শেষে বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা দেখে চমকে গিয়েছিল সকলেই। সেই জয়ের দরুন অনায়াসেই এএফসি কাপ খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছিল কলকাতার এই প্রধান। তবে সেক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্ব অতিক্রম করে মূল পর্বে স্থান করে নিতে হত সবুজ-মেরুন ফুটবলারদের।

সেইমতো প্রথমে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্টস। তারপর গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল তথা ঢাকা আবাহনী ক্লাবকে ও বড় ব্যবধানে পরাজিত করে ময়দানের এই প্রধান। পাশাপাশি এএফসি কাপের মূল পর্বে ও স্থান করে নেয় এই দল।

   

এই টুর্নামেন্টেই এবার ওডিশা এফসির মুখোমুখি হবে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। তার আগে গোটা দলকে ঝালিয়ে নিতে আজ থেকে আগামী ১৭ তারিখ পর্যন্ত রুদ্ধদ্বার অনুশীলন শুরু করেছে ময়দানের এই প্রধান। ঘন্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানায় মোহনবাগান ম্যানেজমেন্ট। আসন্ন ম্যাচের আগে সকলের আড়াল থেকেই ওডিশা বধের পরিকল্পনা শুরু করলেন এই আইএসএল জয়ী স্প্যানিশ কোচ। তবে এক্ষেত্রে দলের উইং নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাগানের হেডস্যারকে।

আসলে নয়া মরশুমের জন্য লিস্টন কোলাসোর পাশাপাশি তরুণ তারকা আশিক কুরুনিয়ানকে সামনে রেখে যুদ্ধের ঘুঁটি সাজানোর কথা ভাবা হলেও জাতীয় শিবির থেকে চোট নিয়ে ফিরেছেন তিনি। বর্তমানে তার চোটের পরীক্ষা করে যা জানা গিয়েছে, সেই অনুযায়ী এই মরশুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার। সেজন্য এখন থেকেই বিকল্প খোঁজা শুরু করেছে সবুজ-মেরুন।