Thursday, November 30, 2023
HomeSports NewsMohun Bagan: আয়োজন নিয়ে অখুশি, বসুন্ধরার বিপক্ষে চিঠি বাগান কোচের

Mohun Bagan: আয়োজন নিয়ে অখুশি, বসুন্ধরার বিপক্ষে চিঠি বাগান কোচের

গত ৭ নভেম্বর এএফসি কাপের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হয়েছে ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান (Mohun Bagan)। প্রথমদিকে লিস্টন কোলাসোর গোলে দল এগিয়ে থাকলেও পরবর্তীতে সেই গোল শোধ করে দেন বসুন্ধরার ফুটবলাররা। প্রথমার্ধের শেষে ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান শিবির।

   

সেইমতো সুযোগ বুঝেই মাঝমাঠ থেকে থ্রু ধরে এগোতে শুরু করে মেরিনার্সরা। সুযোগ ও আসতে থাকে তাদের কাছে। কিন্তু কিছুতেই আর গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। বাগান ডিফেন্ডারদের দক্ষতার পাশাপাশি গোলরক্ষক বিশাল কাইথের অধিক সক্রিয়তায় দলের সাক্ষাৎ পতন রোধ করা সম্ভব হয় একাধিকবার। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুটা সময় আগে গোল তুলে নিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বসুন্ধরা দলের অন্যতম তারকা ফুটবলার রবিনহো। যার দিকে সেই ম্যাচে শুরু থেকেই নজর ছিল বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষদের। বলা যায় তার গোলেই শেষ পর্যন্ত তিন পয়েন্ট সুনিশ্চিত করে বসুন্ধরা কিংস।

কিন্তু সেই ম্যাচে মাঠ নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। আসলে আইএসএল থেকে শুরু করে এএফসি কাপের মতো টুর্নামেন্টে যেভাবে এর আগে খেলে এসেছেন বাগান ফুটবলাররা, সেই পরিপ্রেক্ষিতে কিছুতেই খাপ খাওয়ানো সম্ভব হচ্ছিল না এই মাঠে। যেখানে কার্যত ঘাসের আদলে সাজানো হয়েছে মাঠের একটা বিরাট অংশ। সেই ছবি নেটমাধ্যমে ধরা দিতেই শোরগোল পড়ে যায় সকলের মধ্যে। এএফসি কাপের ব্যবস্থাপনা নিয়ে ও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। বাদ যাননি খোদ সৃঞ্জয় বসু। ম্যাচ চলাকালীন মাঠ নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাকে। নিজের সোশ্যাল সাইট থেকে সৃঞ্জয় বসু লেখেন ” এই জঘন্য মাঠে কিভাবে খেলা দেয় এএফসি”। যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে সকলের।

এবার সেই নিয়ে এবার সক্রিয়তা দেখালেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে গোটা বিষয়টি তুলে ধরলেন তিনি। পরবর্তীতে তার পাশে দাঁড়ায় মোহনবাগান সুপারজায়ান্টস। সেইমতো বসুন্ধরার ব্যবস্থাপনার বিরুদ্ধে এবার এএফসির কাছে অভিযোগ জানাল কলকাতার এই প্রধান। তবে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Latest News