Mohun Bagan: দিমিত্রি-সাদিকুদের উপরেই বাড়তি ভরসা বাগান কোচের

Dimitris Petras and Armando Sadiku

বসুন্ধরা ম্যাচের হতাশা ভুলে আইএসএলের অ্যাওয়ে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। জামশেদপুর এফসির (Jamshedpur FC) হোম গ্রাউন্ডে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। সেদিকেই নজর রয়েছে সকলের। আসলে, জিতলে পারলেই ফের লিগ টেবিলের শীর্ষে চলে আসবে কলকাতার এই প্রধান। এখন সেটাই প্রধান লক্ষ্য বাগান ফুটবলারদের।

Advertisements

তবে এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে থেকে ম্যাচ ড্র করলেও ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। তবে সেই এএফসি কাপের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী। সেই সময় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার চোট পরীক্ষা করে জানা যায় আগামী দুই থেকে তিন মাস মাঠের বাইরেই থাকতে হবে এই দাপুটে ডিফেন্ডারকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সকলের কাছে।

এমন পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও মরোক্কোর দাপুটে মিডফিল্ডার হুগো বুমোসের আনফিট থাকা। যারফলে, এবার স্কট কুপারের বিপক্ষে খেলতে দেখা যাবে না এই দুই ভরসাযোগ্য ফুটবলারদের। আসলে, বেশ কিছুদিন ধরেই সবুজ-মেরুনের প্রাকটিসে সাধারন ছন্দে ছিলেন না এই দুই ফুটবলার। দলের সঙ্গে আসলেও বল পায়ে মাঠে নামেননি হুগো বুমোস। অনুশীলন করেছেন দলের ফিজিওর কথা মেনে। যা নিয়ে স্বাভাবিকভাবেই উঠে আসছিল একাধিক প্রশ্ন।

সেইসঙ্গে দোষড় হয়ে দাঁড়ায় অজি বিশ্বকাপার জেসন কামিন্সের জ্বর। আসলে, দিনদুয়েক ধরেই সবুজ-মেরুনের প্রাকটিসে দেখা মিলছিল না কামিন্সের। প্রথমদিকে সেটি নিয়ে খুব একটা মাথাব্যথা না থাকলেও পরবর্তীতে বাড়তি উদ্বেগ দেখা দেয় সকলের মধ্যে। দলের তরফ থেকে কামিন্সের অসুস্থতা নিয়ে কিছু জানানো না হলেও তাকে শহরে রেখে যাওয়াই বুঝিয়ে দিচ্ছে সমস্ত কিছু।

Advertisements

গতকাল, মঙ্গলবার জামশেদপুর উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ফেরেন্দোর বলেন, “আমাদের দলে কেউ অপরিহার্য নয়। স্কোয়াডে থাকা সকলেই নিজেদের সেরাটা দিতে তৈরি। আইএসএলের মতো বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে যেকোনো সময় যেকেউ চোটের কবলে পড়তে পারেন। এছাড়াও কার্ড সমস্যা থাকতে পারে। তাই কাকে পাওয়া যাবে আর কাকে নয় সেই নিয়ে এখন ভাবতে বসার কোনো মানে হয়না। এমন পরিস্থিতির জন্য সবসময় আমাদের তৈরি থাকতে হবে।”

এক্ষেত্রে যেমন আনোয়ার আলীর কথা তুলে ধরলেন ঠিক তেমনভাবেই দলের বর্তমান স্কোয়াডের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা প্রকাশ করলেন। উল্লেখ্য, এই অ্যাওয়ে ম্যাচে আরেক অজি তারকা তথা দিমিত্রি পেট্রতোস ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুদের উপরেই বাড়তি ভরসা রাখছেন বাগানের স্প্যানিশ বস।