ডার্বি থেকে ৩ পয়েন্ট তুলে নেওয়ার বিষয়ে আশাবাদী সবুজ মেরুন কোচ ফেরান্দো

ATK Mohan Bagan coach Ferrando

হার দিয়ে ডুরান্ড অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। আনকোরা রাজস্থান ইউনাইটেডের কাছে ম‍্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিল সবুজ মেরুন শিবির’কে । এর পরের ম‍্যাচে এগিয়ে গিয়েও শেষ অবধি ড্র করায় ডুরান্ডের আসরে জয়ের মুখ দেখেনি সবুজ মেরুন শিবির।

রোববার যুবভারতীতে ডার্বি ম‍্যাচ খেলতে নামছে দল, আর সেই ম‍্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার বিষয়ে ভীষণ আশাবাদী সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।জানিয়েছেন সমর্থক’দের এই ম‍্যাচ ঘিরে আবেগ সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল তিনি।তাই এই ম‍্যাচ’কে চ‍্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি।

   

এর আগের আইএসএলের ডার্বি গুলোতে একচেটিয়া আধিপত্য দেখিয়ে আসছে সবুজ মেরুন শিবির।তবে সেই সব ইতিহাস মাথায় রাখতে চান না তিনি।পাশাপাশি জানিয়েছেন ডুরান্ডের দুই ম‍্যাচে জয় না পাওয়ায় খুব একটা বেশি চিন্তিত নন।

শেষ দুই ম‍্যাচে দল যেরকম গোল করার সুযোগ হাতছাড়া করেছিল, ঠিক তেমনই ডিফেন্সের করা ভুলের জন্যে একাধিক গোল হজম করতে হয়েছিল । এজন্য ক্লোজড ডোর প্রাক্টিসে এই সব ছোটোখাটো বিষয় গুলো নিয়ে দারুণ খেটেছেন সবুজ মেরুন কোচ।ডার্বির দিন সেই ভুল গুলো পুনরায় হবেনা বলেই বিশ্বাস তার।

প্রতিপক্ষ ভীষণ ব‍্যালান্সড একটা দল,সেটা ভালো করেই জানেন।জানিয়েছেন এবারের ইস্টবেঙ্গল খুবই শক্তিশালী একটা দল।খেলাও দেখেছেন প্রতিপক্ষ দলের।একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত‍্যাশায় আছেন তিনি।তবে এতোকিছুর পরেও ডার্বি থেকে তিন পয়েন্ট তোলার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী সবুজ মেরুন কোচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন