Mohun Bagan: প্রথম দলে ব্রাত্যদেরও নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ফেরান্ডো

লম্বা মরসুম, একাধিক টুর্নামেন্ট, টার্গেট একটাই। ট্রফি। লক্ষ্য পূরণ করতে হলে গোটা স্কোয়াডকে চাঙ্গা রাখতে হবে। সেই কাজটাই করে চলেছেন মোহন বাগান সুপার জায়ান্টের স্প্যানিশ…

Mohun Bagan coach Juan Ferrando

লম্বা মরসুম, একাধিক টুর্নামেন্ট, টার্গেট একটাই। ট্রফি। লক্ষ্য পূরণ করতে হলে গোটা স্কোয়াডকে চাঙ্গা রাখতে হবে। সেই কাজটাই করে চলেছেন মোহন বাগান সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো(Mohun Bagan Coach Juan Ferrando)।

Advertisements

সফল মরসুমের জন্য প্রথম একাদশের পাশপাশি রিজার্ভ দলকে ভালো হতে হয়। ফুটবলারদের দক্ষতার পাশাপাশি ফিটনেস বজায় রাখা খুব জরুরি। রোজের অনুশীলনের পাশাপাশি ফুটবলারদের নিয়ে বিশেষ অনুশীলন করাচ্ছেন কোচ হুয়ান ফেরান্ডো। তার এই ভাবনার ফলে প্রথম একাদশে নিয়মিত খেলোয়াড়রা যতটা না সুবিধা পাবেন, তার থেকেও বেশি উপকৃত হবেন যারা প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তারা।

বিজ্ঞাপন

নিজেদের মধ্যে দুই দলে ভাগ করে ম্যাচ প্র্যাকটিস করাচ্ছেন সবুজ মেরুন কোচ। প্রথম একাদশে নিয়মিত ও অনিয়মিত ফুটবলারদের মিলিজুলি দুটি একাদশ গঠন করেছিলেন তিনি। মানে ধরুন জেসন কামিন্স একটা দলে, অন্য দলে আর্মন্ড সাদিকু। তেমনই হেক্টর ইয়ুস্টে ও আনোয়ার আলিকে একসঙ্গে না খেলিয়ে ভাগ করা হয়েছে দুটো আলাদা দলে। আনোয়ার আলির সঙ্গে ব্র্যান্ডন হামিল। হেক্টর এবং সুমিত রাঠী।

এই ধরনের অনুশীলনের ফলে স্কোয়াডে থাকা কম বেশি প্রত্যেক ফুটবলার উপকৃত হবেন। গড়ে উঠবে টিম কম্বিনেশন বা ফুটবলারদের মধ্যে বোঝাপড়া। ফিটনেস বজায় রাখতে সুবিধা হবে ফুটবলারদের। সেই সঙ্গে যারা ফর্মে নেই তাদের জন্য ভালো সুযোগ।