আজ, মঙ্গলবার বিকেলে এএফসি কাপের পরবর্তী ম্যাচ খেলতে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পূর্বে গ্রুপ পর্বের প্রথম লেগে ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে এবার পরবর্তী লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ উড়ে গিয়েছে সবুজ-মেরুন।
গত পড়শু কলকাতার বুকে নিজেদের শেষ অনুশীলন সেরে নিয়ে হোটেলে চলে যায় গোটা দল। সেইখান থেকে বিমানবন্দর। বলতে গেলে অনেকটাই জার্নি করে বাংলাদেশ এসেছে মোহনবাগান দল। তারপর গতকাল কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে শেষ অনুশীলন করে বাগান শিবির। এবার বিকালে ম্যাচ খেলতে মাঠে নামবে গোটা দল। তার আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজের পরিকল্পনা গুলি ঝালিয়ে নিয়েছেন বাগান কোচ হুয়ান ফেরোন্দা (Juan Ferrando )।
তারপর সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকেন এই স্প্যানিশ কোচ সহ দলের অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, এবার বসুন্ধরা কিংসের বিপক্ষে আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ। এখান থেকে তিন পয়েন্ট নিয়েই আমরা ফিরতে চাই। এএফসি কাপে আমাদের গ্রুপে বসুন্ধরা যথেষ্ট শক্তিশালী ফুটবল দল। তারা নিজেদের দেশের লিগ জিতেছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলার ও অভিজ্ঞতা রয়েছে। তবে আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে চাই। এই ম্যাচ খুব একটা সহজ হওয়ার নয়। কারন বসুন্ধরা কিংস বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি দল। তারা সময়ের সাথে সাথে যথেষ্ট উন্নতি করছে। তাই সবকিছু মাথায় রেখেই আমাদের মাঠে নামতে হবে।
উল্লেখ্য, আগে বাংলাদেশের এই ফুটবল দলের মুখোমুখি হয়েছে মোহনবাগান দল। তবে সেই সময় করোনা পরিস্থিতি ছিল সর্বত্র। তাছাড়া বিদেশি ফুটবলারদের সংখ্যা ও ছিল কম। সেজন্য, এখন আর এসব নিয়ে ভাবতে চাইছেন না ফেরেন্দো। তার বদলে দলগত পারফরম্যান্সের ভিত্তিতে তিন পয়েন্টকেই পাখির চোখ করছেন তিনি।