আজ প্রথম একাদশে থাকছেন ডেভিড, আশ্বাস মহামেডানের ফুটবল সচিবের

অনবদ্য পারফরম্যান্স করে এই নিয়ে টানা তিনবার প্রিমিয়ার ডিভিশন লিগ জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। টেক্কা দিয়েছে ময়দানের বাকি দুই প্রধান দলকে। এবার আইলিগ…

david lalhlansanga

অনবদ্য পারফরম্যান্স করে এই নিয়ে টানা তিনবার প্রিমিয়ার ডিভিশন লিগ জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। টেক্কা দিয়েছে ময়দানের বাকি দুই প্রধান দলকে। এবার আইলিগ জেতাই অন্যতম লক্ষ্য তাদের। সেইমতো এবারের এই ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী আইজল এফসিকে পরাজিত করে মহামেডান।

গত কয়েকদিন আগে নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত করে মিজোরামের এই ফুটবল দলকে। ম্যাচের ঠিক সাত মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ফুটবলার স্যামুয়েল। তবে পরবর্তীতে প্রতিপক্ষ দলের তরফ থেকে সেই গোল শোধ করে দেওয়া হলেও প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এসে গোল করে দলকে ফের এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ। পরবর্তীতে তার গোলেই আসে জয়। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শিলং লাজং এফসির বিপক্ষে ম্যাচ ড্র করেই খুশি থাকতে হয়েছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা।

যা নিয়ে হতাশ ছিল সকলেই। এসবের মাঝেই আজ আইলিগে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে ট্রাউ এফসির মুখোমুখি হতে চলেছে সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করাই এখন একমাত্র লক্ষ্য মহামেডানের। বর্তমানে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান।

আসন্ন এই ম্যাচে পুরো পয়েন্ট আসলে বর্তমানে তা যেমন পয়েন্ট টেবিলের ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে, ঠিক তেমনভাবে পরবর্তীতে লিগ দখলের লড়াইয়ে বাড়তি অক্সিজেন দেবে সাদা-কালো ব্রিগেডকে। তবে বর্তমানে সকলের নজর রয়েছে দলের তরুন ফুটবলার ডেভিড লালাসাঙ্গার দিকে। এবারের ডুরান্ড কাপ থেকে শুরু করে কলকাতা লিগের মতো টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন ডেভিড। তবে এসবের পরেও আইলিগের ম্যাচ গুলিতে নিয়মিত ছিলেন না তিনি।

তবে আজকের এই ম্যাচে দলের প্রথম একাদশে তার থাকার বার্তা দিলেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তিনি বলেন, আইলিগ যথেষ্ট কঠিন একটা টুর্নামেন্ট। তাই সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে আগের ম্যাচে যে ভুল ভ্রান্তি হয়েছে আমাদের ছেলেদের, তা শুধরে নিয়ে ট্রাউ এফসির বিপক্ষে আমাদের ছেলেরা মাঠে নামবে। এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এখানে তিন পয়েন্ট পেলে পরবর্তীতে দলের ট্রফি জয়ের ক্ষেত্রে সুবিধা হবে। তবে ডেভিডের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত ম্যাচে মাঠে নেমে ডেভিড যে পারফরম্যান্স দেখিয়েছে। তাতে আসন্ন ম্যাচের শুরু থেকেই এবার মাঠে রাখা হবে তাকে। আসলে ডেভিড একজন ইয়ং ফুটবলার। তার উপরে যাতে এখনি বেশি চাপ না চলে আসে সেই কারনে সবদিক বিবেচনা করেই কোচ তাকে খেলাচ্ছেন।