আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে গতবারের আইলিগ জয়ী দল পাঞ্জাব এফসি। চলতি মরশুমের ডুরান্ড কাপের গ্রুপ পর্বে পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। ২-০ গোলে সেই ম্যাচ জিতেছিল মেরিনার্সরা।
এবার বদলা নেওয়াই একমাত্র লক্ষ্য তাদের। অন্যদিকে, ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য থাকবে কলকাতার এই প্রধানের। গতকাল ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করে ঠিক তেমনটাই জানিয়ে গেলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
তিনি বলেন, আমরা রোজ রোজ উন্নতি করছি। মরশুমের শুরুতে ডুরান্ড জেতার জন্য আমরা সকলেই খুশি। তবে আমরা এখন কলকাতা, এএফসি কাপ ও আইএসএল নিয়ে ও ভাবতে চাই। পাঞ্জাব আমাদের কঠিন প্রতিপক্ষ। ডুরান্ডের সময়কার পাঞ্জাব এফসির সঙ্গে এখনকার পাঞ্জাব এফসির অনেক তফাৎ আছে। পাশাপাশি আশিক কুরুনিয়ানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আশা করি খুব তাড়াতাড়ি ও মাঠে ফিরে আসবে।
“Tomorrow we start a new tournament… When you play in this league, more or less it’s finals. ISL is not an easy tournament, everyone has to be ready and have the right mentality.”
Head coach Juan Ferrando while addressing the media today 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/JN2c2aggus
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 22, 2023
কিন্তু কালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন এই স্প্যানিশ কোচ? যতদূর জানা গিয়েছে, মূলত ঘনঘন আক্রমণ সংগঠিত করে গোল তুলে আনাই অন্যতম লক্ষ্য থাকবে আইএসএল জয়ী এই কোচের। তবে চোট আঘাতের সমস্যা যথেষ্ট চাপে রাখছে বাগান কোচকে। পাশাপাশি রয়েছে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলারের অনুপস্থিতি। তাই সবদিক মাথায় রেখেই ম্যাচ বাই ম্যাচ এগোতে চান ফেরেন্দো।